এখানে রাত্রি
আমার এখানে রাত্রি নেমেছে
কিছু না বলা কথার দেশে
সন্ধ্যা তারা বিরহ দেখে আমার নীল ডায়েরির ফাঁকা পেজের উপরে।
জীবনের কত কথা না বলায় থাকলো
হাতের মুঠোয় রোদ্দুর জমিয়ে।
বর্ষার নদীর স্রোতের মতো
কত হাসি গান কান্না দূরে গেল
পাওয়া না পাওয়ার হৃদয়টাকে
পদ্মপাতার জলে সাজিয়ে।
এভাবেই একদিন সবকিছুই সবেই রবে
রয়ে যাবে বসন্তের বিকাল
কিংবা শহরের বিষন্ন পথে হেঁটে যাওয়া
তবুও আমার কিঞ্চিৎ সাফল্য স্বপ্ন
কিছু ভুলকে সত্যতে মানিয়ে ছিল।
কিছু না বলা কথার দেশে
সন্ধ্যা তারা বিরহ দেখে আমার নীল ডায়েরির ফাঁকা পেজের উপরে।
জীবনের কত কথা না বলায় থাকলো
হাতের মুঠোয় রোদ্দুর জমিয়ে।
বর্ষার নদীর স্রোতের মতো
কত হাসি গান কান্না দূরে গেল
পাওয়া না পাওয়ার হৃদয়টাকে
পদ্মপাতার জলে সাজিয়ে।
এভাবেই একদিন সবকিছুই সবেই রবে
রয়ে যাবে বসন্তের বিকাল
কিংবা শহরের বিষন্ন পথে হেঁটে যাওয়া
তবুও আমার কিঞ্চিৎ সাফল্য স্বপ্ন
কিছু ভুলকে সত্যতে মানিয়ে ছিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৬/০৬/২০২২বেশ সুন্দর
-
সিবগাতুর রহমান ১৬/০৬/২০২২দারুণ লিখেছেন কবি
-
ফয়জুল মহী ১৬/০৬/২০২২অসাধারণ লিখেছেন ।
মুগ্ধতা রেখে গেলাম পাঠে। -
আব্দুর রহমান আনসারী ১৫/০৬/২০২২সুন্দর