ফেলে আসা দিনগুলো
ফেলে আসা দিনগুলো আজ চির অতীত
এখানে সমুদ্র দূরে পাহাড়
কত কথা মনে পড়ে
কেটে যায় ঢের বেশি অনায়াসে
এমনি করেই একদিন চলে যেতে হবে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যত দিন বেঁচে ছিলাম
যতটুকু ও বা কে পেয়ে থাকে !
এখানে সমুদ্র দূরে পাহাড়
কত কথা মনে পড়ে
কেটে যায় ঢের বেশি অনায়াসে
এমনি করেই একদিন চলে যেতে হবে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যত দিন বেঁচে ছিলাম
যতটুকু ও বা কে পেয়ে থাকে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৭/০৫/২০২২Valo
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৫/২০২২ঠিক তা-ই।
-
সাঞ্জু ২৩/০৫/২০২২মনে পড়ে যায় স্মৃতি খেলা করে
-
আলমগীর সরকার লিটন ২৩/০৫/২০২২বেশ স্মৃতিময়
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৫/২০২২ভালো