কিছু কবিতা কিছু কথা
কিছু কবিতা কিছু কথা
দাগ কাটে হৃদয়ের গভীর থেকে গভীরে।
পড়ন্ত বিকেলে রাজধানীর বুকের উপর দিয়ে
বয়ে চলে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম গাড়িগুলো।
চলে যেতে চাই
চলেই যেতে হবে
তবুও তো এ যাওয়া শেষ যাওয়া নয় প্রিয়।
মৃত্যু কখনো উপহার দিতে পারে
দীর্ঘ সমুদ্রের গর্জন
আমি বাতাসের কান পেতে শুনি
জীবনের অর্জন।
পাহাড় মরু দুরন্ত কাননের ফুল হতে
ভেসে উঠি বারে বারে কাগজের নৌকা হয়ে।
কিছু কিছু কবিতা আর একটি হৃদয়ের বন্ধন
ছিঁড়ে যায় চোখের আঙিনায় বিষন্নতার আঘাতে।
দাগ কাটে হৃদয়ের গভীর থেকে গভীরে।
পড়ন্ত বিকেলে রাজধানীর বুকের উপর দিয়ে
বয়ে চলে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম গাড়িগুলো।
চলে যেতে চাই
চলেই যেতে হবে
তবুও তো এ যাওয়া শেষ যাওয়া নয় প্রিয়।
মৃত্যু কখনো উপহার দিতে পারে
দীর্ঘ সমুদ্রের গর্জন
আমি বাতাসের কান পেতে শুনি
জীবনের অর্জন।
পাহাড় মরু দুরন্ত কাননের ফুল হতে
ভেসে উঠি বারে বারে কাগজের নৌকা হয়ে।
কিছু কিছু কবিতা আর একটি হৃদয়ের বন্ধন
ছিঁড়ে যায় চোখের আঙিনায় বিষন্নতার আঘাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৭/০৫/২০২২খুব সুন্দর! ভালোলাগার কবিতা।
-
আনাস খান ১৯/০৫/২০২২অসাধারণ লিখেছেন, প্রিয় কবি
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৫/২০২২মুগ্ধতা রইল অশেষ!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৫/২০২২ভাল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৫/২০২২দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৫/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৫/২০২২খুব সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২২চমৎকার উপস্থাপন, শুভ কামনা।