ভালোবাসা চিরসত্য
ভালোবাসা চিরসত্য
এ কথা বলে সকলে
ভালোবাসায় অন্ধ হলে
প্রেমিক নাকি পুরুষ হয়ে ওঠে
কিন্তু আমি পুরুষ নই
তবে কি আমি প্রেমিক নয় !!
আমার জীবনে কালো রাত
জোনাকিদের মুখ থেকে ঝরে পড়ে
তোমার সীমানার সম্মুখ হতে
তুমি কি ফিরে একবার তাকাবে
আমার বিরহঘেরা মুখের পানে ?
নাকি আজীবন নীরবেই বয়ে চলবে
স্রোতের বিপরীতে।
ভালোবাসা চিরসত্য
কখনো কারো হৃদয়ে প্রেম জমে
আবার এই প্রেম ই হারিয়ে যায়
ঝরে যাওয়া ফুলের মতো করে
প্রেমিক প্রেমিকা - দের হৃদয় থেকে।।
এ কথা বলে সকলে
ভালোবাসায় অন্ধ হলে
প্রেমিক নাকি পুরুষ হয়ে ওঠে
কিন্তু আমি পুরুষ নই
তবে কি আমি প্রেমিক নয় !!
আমার জীবনে কালো রাত
জোনাকিদের মুখ থেকে ঝরে পড়ে
তোমার সীমানার সম্মুখ হতে
তুমি কি ফিরে একবার তাকাবে
আমার বিরহঘেরা মুখের পানে ?
নাকি আজীবন নীরবেই বয়ে চলবে
স্রোতের বিপরীতে।
ভালোবাসা চিরসত্য
কখনো কারো হৃদয়ে প্রেম জমে
আবার এই প্রেম ই হারিয়ে যায়
ঝরে যাওয়া ফুলের মতো করে
প্রেমিক প্রেমিকা - দের হৃদয় থেকে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৬/০৪/২০২২লিখতে থাকুন অবিরত শুভকামনা রইল।
-
আব্দুর রহমান আনসারী ০৫/০৪/২০২২মোহনীয় লেখনী
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৪/২০২২বেশ ভাল লেখা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৪/২০২২সুন্দর আবেগী বিচ্ছুরণ।