বারো বছর পর
সমান্তরাল সাদা শঙ্খচিলের ডানা
রূপসী বাংলার কোন এক মেয়ে সে
অদ্ভুত রহস্যময় অন্ধকারের নীলাভ ছায়ামূর্তি
আমার চোখের পাতায় খেলা করে।
এখানে সমুদ্র সৈকত পাহাড়ের পাদদেশের রাস্তা পার করে হাজির হয়েছি আমি বিষন্ন প্রান্তরে।
একদিন দেখা হ'ল তাঁর সাথে
দীর্ঘ বারো বছরের পর
হয়তো নিত্য নতুন পোশাকের প্রহরী
ডাকপিয়নের হলুদ চিঠি ধরে চলে।
রূপসী বাংলার কোন এক মেয়ে সে
অদ্ভুত রহস্যময় অন্ধকারের নীলাভ ছায়ামূর্তি
আমার চোখের পাতায় খেলা করে।
এখানে সমুদ্র সৈকত পাহাড়ের পাদদেশের রাস্তা পার করে হাজির হয়েছি আমি বিষন্ন প্রান্তরে।
একদিন দেখা হ'ল তাঁর সাথে
দীর্ঘ বারো বছরের পর
হয়তো নিত্য নতুন পোশাকের প্রহরী
ডাকপিয়নের হলুদ চিঠি ধরে চলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৩/২০২২অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ২৯/০৩/২০২২বেশ অনুভব
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২২সুন্দর প্রকাশ l
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৩/২০২২অতুলণীয় অনুভবের ব্যক্ততা!
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৩/২০২২সুন্দর ভাবনায় মননশীল লেখা