কৃষ্ণচূড়া গাছের নীচে
এখানে সমুদ্র সিম্ফনির তীব্র ঢেউ
ব্যস্ত শহরের এককোনে কৃষ্ণচূড়া গাছের নীচে দাঁড়িয়ে কলেজ যাওয়ার পথে
ভাবছি অতীতের কিছু কথা একা নিভৃতে।
রেল লাইন ধরে দ্রুতগতিতে একটি ট্রেন চলে গেল
চলে গেল আমার সীমানা ছাড়িয়ে ।
ঠিক আর ভুল কোনটি অধিক প্রিয়
এই সেই জায়গা যেখান দিয়ে আমি রোজ হেঁটে যায় ।
কৃষ্ণচূড়ার লাল ফুল রক্তে রঞ্জিত পা দিয়ে দলিয়ে।
ব্যস্ত শহরের এককোনে কৃষ্ণচূড়া গাছের নীচে দাঁড়িয়ে কলেজ যাওয়ার পথে
ভাবছি অতীতের কিছু কথা একা নিভৃতে।
রেল লাইন ধরে দ্রুতগতিতে একটি ট্রেন চলে গেল
চলে গেল আমার সীমানা ছাড়িয়ে ।
ঠিক আর ভুল কোনটি অধিক প্রিয়
এই সেই জায়গা যেখান দিয়ে আমি রোজ হেঁটে যায় ।
কৃষ্ণচূড়ার লাল ফুল রক্তে রঞ্জিত পা দিয়ে দলিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৩/২০২২বেশ অনুভবের ছোঁয়া!
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২২Excellent
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২২চমৎকার স্মৃতিকথা
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২বেশ সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২২নাইস