বসন্তের নীলিমা
ঠিকানাহীন আমার পরিচয়
প্রিয় থেকে ঢের বেশি প্রিয় সবই
আর প্রিয় আমার শরীরের সব নীলিমা।
বসন্তের হাওয়া দোলা দেয় প্রাণে
প্রাণে প্রাণে পুলকিত বসন্তের উৎসব।
হলুদের বাতাবরণ আর আকাশের প্রতিবিম্ব
বুকের গহ্বর খুঁজে বেড়ে ওঠে বঞ্চনার সুখে।
আমি এক অসহায় দূরপাল্লার দুরন্ত ট্রেনের মতো
কারণে অকারণে ছুটে চলি দূর-দূরান্তে।
ভালোবাসা কিংবা বিচ্ছেদ দিনে দিনে শিখেছি সে কি জিনিস ,শিকড় যেমন মাটির দিকে টান ঠিক তেমনি কিছু....
প্রিয় থেকে ঢের বেশি প্রিয় সবই
আর প্রিয় আমার শরীরের সব নীলিমা।
বসন্তের হাওয়া দোলা দেয় প্রাণে
প্রাণে প্রাণে পুলকিত বসন্তের উৎসব।
হলুদের বাতাবরণ আর আকাশের প্রতিবিম্ব
বুকের গহ্বর খুঁজে বেড়ে ওঠে বঞ্চনার সুখে।
আমি এক অসহায় দূরপাল্লার দুরন্ত ট্রেনের মতো
কারণে অকারণে ছুটে চলি দূর-দূরান্তে।
ভালোবাসা কিংবা বিচ্ছেদ দিনে দিনে শিখেছি সে কি জিনিস ,শিকড় যেমন মাটির দিকে টান ঠিক তেমনি কিছু....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৩/২০২২অনুভব অসাধারণ। এগিয়ে যান সম্মুখে।
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২২অসামান্য লিখনশৈলী
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৩/২০২২সুন্দর অনুভবের বিচ্ছুরণ।
-
আখলাক হুসাইন ২৫/০৩/২০২২সুন্দর