কয়েকটি নীল গোলাপের কাহিনী
নীল ডায়েরির পাতা রক্তে রঞ্জিত
সমাজ যেন অসহায় মানুষের ভিড়ে বিন্দুমাত্র আশার আলো দিয়েছে,
কোনো এক অজানা কারণে আমি এখানে এসেছি
সমালোচনা দিয়ে সভ্যতা জিতে নিতে
তোমরা কি পারবে শিরদাঁড়াকে ছুঁয়ে দেখতে ?
জানি পারবে না হয়তো !
আদি কাল থেকে নক্ষত্রের জলে ভিজেছি বড় নিদারুণ অভিমানে স্টেশনের প্ল্যাটফর্মের নীচে।
কেউ ব্যথা পেয়েছে
আবার ভালোবাসা জিতেছে সংকটে।
কয়েকটি নীল গোলাপ যেন
দুঃখের জলে ভিজেছে অনায়াসে
রাজা কিংবা রাজরানী দের ইতিহাস থেকে।
সমাজ যেন অসহায় মানুষের ভিড়ে বিন্দুমাত্র আশার আলো দিয়েছে,
কোনো এক অজানা কারণে আমি এখানে এসেছি
সমালোচনা দিয়ে সভ্যতা জিতে নিতে
তোমরা কি পারবে শিরদাঁড়াকে ছুঁয়ে দেখতে ?
জানি পারবে না হয়তো !
আদি কাল থেকে নক্ষত্রের জলে ভিজেছি বড় নিদারুণ অভিমানে স্টেশনের প্ল্যাটফর্মের নীচে।
কেউ ব্যথা পেয়েছে
আবার ভালোবাসা জিতেছে সংকটে।
কয়েকটি নীল গোলাপ যেন
দুঃখের জলে ভিজেছে অনায়াসে
রাজা কিংবা রাজরানী দের ইতিহাস থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৩/২০২২দারুণ
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২২অসাধারণ উপস্থাপন
-
আব্দুর রহমান আনসারী ২৪/০৩/২০২২চমৎকার