রং মিছিল
পথ: এ এক অজানা পথ
দূর সীমানার আকাশ মেলে পাখনা
ঈগলের দুটি ডানা বেয়ে নামে বৃষ্টি
মানুষের রক্ত তবুও উষ্ণ
ব্যারিকেড ভাঙ্গার পরেও
শিরদাঁড়া আবারও দাঁড়াবে মাথা উঁচু করে।
আপনি বরং সিগারেটের ধোঁয়ার পাককে লক্ষ্য রাখুন
একটি শুকনো পাতা টপ ক'রে ঝরে পড়লো মাটিতে
আপনি হয়তো লক্ষ্য করেননি !
আপনি চেনা পথ দিয়ে যান
সাদা ফুলের স্নিগ্ধতায়
এখন বা অন্য কোনো দিন।
দূর সীমানার আকাশ মেলে পাখনা
ঈগলের দুটি ডানা বেয়ে নামে বৃষ্টি
মানুষের রক্ত তবুও উষ্ণ
ব্যারিকেড ভাঙ্গার পরেও
শিরদাঁড়া আবারও দাঁড়াবে মাথা উঁচু করে।
আপনি বরং সিগারেটের ধোঁয়ার পাককে লক্ষ্য রাখুন
একটি শুকনো পাতা টপ ক'রে ঝরে পড়লো মাটিতে
আপনি হয়তো লক্ষ্য করেননি !
আপনি চেনা পথ দিয়ে যান
সাদা ফুলের স্নিগ্ধতায়
এখন বা অন্য কোনো দিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০২২ভাল লাগল।
-
আলমগীর সরকার লিটন ২০/০৩/২০২২সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২বেশ চমৎকার!
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২২বাহ্ দারুন প্রকাশ।