হৃদ ভরা তারা
আমার হৃদ ভরা তারা আকাশের বুকে
তোমার হাতে রাত্রি নামে
প্রান্তরের ঘাসে শিশির জমে।
মানুষ এখন প্রচুর ব্যথা পাই
যে ব্যথা বোধ হয় মাইলের মহা শূন্যতা
ঠিক সেরকমই ব্যথা পাই এখন
এর মধ্যে সমপরিমাণ ব্যথা আমিও পেয়ে থাকি।
বিভিন্ন সাহিত্যিক হৃদয় জুড়ে ব্যথার কাহিনী লেখেন
আর সেখানে আমরা সামান্য লেখার অনুপ্রেরণা জোগায় , নিজের চোখের কোঠরে বিষের শিশির ঢেলে রাত্রি জাগি নীরব ব্যথায়।
বহু পুরুষের হৃদয় পুড়ে গেছে
কিন্তু আমার হৃদয় কখনো পুড়তে চাই না!
যে হৃদয়ে নক্ষত্রের জল রাত্রির শিশির বিন্দু হয়ে ঝরে পড়ে সেই হৃদয় কি কখনো পুড়তে পারে ?
তোমার হাতে রাত্রি নামে
প্রান্তরের ঘাসে শিশির জমে।
মানুষ এখন প্রচুর ব্যথা পাই
যে ব্যথা বোধ হয় মাইলের মহা শূন্যতা
ঠিক সেরকমই ব্যথা পাই এখন
এর মধ্যে সমপরিমাণ ব্যথা আমিও পেয়ে থাকি।
বিভিন্ন সাহিত্যিক হৃদয় জুড়ে ব্যথার কাহিনী লেখেন
আর সেখানে আমরা সামান্য লেখার অনুপ্রেরণা জোগায় , নিজের চোখের কোঠরে বিষের শিশির ঢেলে রাত্রি জাগি নীরব ব্যথায়।
বহু পুরুষের হৃদয় পুড়ে গেছে
কিন্তু আমার হৃদয় কখনো পুড়তে চাই না!
যে হৃদয়ে নক্ষত্রের জল রাত্রির শিশির বিন্দু হয়ে ঝরে পড়ে সেই হৃদয় কি কখনো পুড়তে পারে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৩/২০২২তবুও কখনো হৃদয় পুড়ে যায় ই।আর তখন পুড়ে পুড়ে....
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২২সুন্দর প্রকাশ। অনেক অনেক ভালো লাগল।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৩/২০২২সুন্দর লেখনী
-
আমি-তারেক ০৭/০৩/২০২২Sundor shironam, sundor vumika