অন্য রকম জীবন
জীবনটা অন্যরকম
বাদ পড়ে যাওয়া ডায়েরির মতো
সাদা কালো দুনিয়াতে
মেঘ ভেসে যায় উজ্জ্বল।
কয়েক মাস পরে তাঁর সাথে দেখা হ'লো
বরং আমিই আড়ালে তাঁকে দেখেছি মাএ এক সেকেন্ডটের জন্য , না বেশিক্ষণ দেখার সৌভাগ্য হয়তো লেখা ছিল না আমার জীবনে;
কি করুণ দৃশ্য হয়তো আমি ইউক্রেনের সৈনিক হয়ে পুরো যুদ্ধ লড়ছি শুধুমাত্র তাঁকেই ভালোবাসি বলে।
এ ভালোবাসা একতরফা নির্বাচন দেওয়ার মতো
হয়তো কোনোদিনই পুরণ হবে না এ ভালোবাসা
তবুও দূর থেকে ভালোবাসতে পারাটা আমার জীবনে সবচেয়ে বড় পাওনা।
এর থেকে আর শ্রেষ্ঠ পাওনা কি হতে পারে!
সমুদ্রের গর্জনে কত তীব্রতা তবুও তো সে তীব্রতা ক্ষণস্থায়ী ।
এ প্রেম এক অন্য পৃথিবীর মানচিত্রে যেখানে আমাদের ব্যবধান বহু আলোকবর্ষের ।
বাদ পড়ে যাওয়া ডায়েরির মতো
সাদা কালো দুনিয়াতে
মেঘ ভেসে যায় উজ্জ্বল।
কয়েক মাস পরে তাঁর সাথে দেখা হ'লো
বরং আমিই আড়ালে তাঁকে দেখেছি মাএ এক সেকেন্ডটের জন্য , না বেশিক্ষণ দেখার সৌভাগ্য হয়তো লেখা ছিল না আমার জীবনে;
কি করুণ দৃশ্য হয়তো আমি ইউক্রেনের সৈনিক হয়ে পুরো যুদ্ধ লড়ছি শুধুমাত্র তাঁকেই ভালোবাসি বলে।
এ ভালোবাসা একতরফা নির্বাচন দেওয়ার মতো
হয়তো কোনোদিনই পুরণ হবে না এ ভালোবাসা
তবুও দূর থেকে ভালোবাসতে পারাটা আমার জীবনে সবচেয়ে বড় পাওনা।
এর থেকে আর শ্রেষ্ঠ পাওনা কি হতে পারে!
সমুদ্রের গর্জনে কত তীব্রতা তবুও তো সে তীব্রতা ক্ষণস্থায়ী ।
এ প্রেম এক অন্য পৃথিবীর মানচিত্রে যেখানে আমাদের ব্যবধান বহু আলোকবর্ষের ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৩/২০২২অন্যরকম সুরমায় মিশ্রিত কাব্যকলা।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৩/২০২২অনুপম
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২২অতুলণীয় অনুভবের ব্যক্ততা!
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ০৭/০৩/২০২২অনেক সুন্দর হয়েছে। গদ্যের ছন্দে কবিতা।
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২২বাহ চমৎকার লেখা খুব ভালো লাগলো।