ইউক্রেন - রাশিয়া
১
আমার বামহাতে রাশিয়া
ডানহাতে ইউক্রেন
আর তাঁহার মাঝে তুমি দাঁড়িয়ে আছো ;
কি করে সইবো এই মরণ।
যদি কখনো না ফিরিতে পারি
তবে ক্ষমা করিয়ো , ক্ষমা করিয়ো হৃদয় ভরিয়া আমায়
চিঠি এল রক্তে রেখা সাদা কাগজের পাতায়
এ যুদ্ধ শেষের যুদ্ধ
তবে মনে রেখো হেরে গিয়েছিলাম
দেশকে রেখে পালিয়ে যাইনি কখনো
হয়তো আবার দেখা হবে কল্পনার জগতে
আর সেখান থেকে তুমি হাত বাড়িয়ে ডেকো আমায়
আমি নিদারুণ অভিমানকে দূরে সরিয়ে
ভালোবাসিবো তোমায়।
আমার বামহাতে রাশিয়া
ডানহাতে ইউক্রেন
আর তাঁহার মাঝে তুমি দাঁড়িয়ে আছো ;
কি করে সইবো এই মরণ।
যদি কখনো না ফিরিতে পারি
তবে ক্ষমা করিয়ো , ক্ষমা করিয়ো হৃদয় ভরিয়া আমায়
চিঠি এল রক্তে রেখা সাদা কাগজের পাতায়
এ যুদ্ধ শেষের যুদ্ধ
তবে মনে রেখো হেরে গিয়েছিলাম
দেশকে রেখে পালিয়ে যাইনি কখনো
হয়তো আবার দেখা হবে কল্পনার জগতে
আর সেখান থেকে তুমি হাত বাড়িয়ে ডেকো আমায়
আমি নিদারুণ অভিমানকে দূরে সরিয়ে
ভালোবাসিবো তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৩/২০২২সুন্দর
-
মোঃজাকিরুল চৌধুরী ০৪/০৩/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২২অল্প লেখাতেই অনেক কথার নির্যাস পরিস্ফুটিত হয়েছে। শুভেচ্ছা ও শুভ কামনা
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৩/২০২২সুন্দর। যুদ্ধের বিরুদ্ধে মর্মস্পর্শী লেখি