শাড়ি
তোমার একটা লাল শাড়ি ছিল
সেই শাড়িটি আজও তোমার আছে কি ?
নাকি ছিঁড়ে গেছে বহুবছর আগে
শহরের ময়দানে কিংবা পার্কে
এই শাড়িটি পড়ে আসতে আমার সামনে
শাড়িটি আমারও খুব প্রিয় ছিল ,
কিন্তু বহুবছর সেই শাড়িটি আর দেখতে পাই না কেন?
তবে কি নষ্ট বা ছিঁড়ে গেছে?
এই ভেবে তোমাকে আমি একটা নীল শাড়ি দিলাম
সেই শাড়িটি ও বা কোথায় গেল?
এটাও কি ছিঁড়ে বা নষ্ট হয়ে গেছে!
না , নষ্ট বা ছিঁড়ে যাওয়ার কথা নয়
এইতো মাত্র কয়েক মাস হ'ল তার মধ্যে কি ছিঁড়ে যেতে পারে!
না , কম দাম বলে তুমি আমার দেওয়া শাড়িটি দূরে সরিয়ে দিয়েছো ;
কি এ ভালোবাসা নাকি নিদারুণ অভিমান
কল্পনার অবসান মহাসাগরের একটি জীবন।
সেই শাড়িটি আজও তোমার আছে কি ?
নাকি ছিঁড়ে গেছে বহুবছর আগে
শহরের ময়দানে কিংবা পার্কে
এই শাড়িটি পড়ে আসতে আমার সামনে
শাড়িটি আমারও খুব প্রিয় ছিল ,
কিন্তু বহুবছর সেই শাড়িটি আর দেখতে পাই না কেন?
তবে কি নষ্ট বা ছিঁড়ে গেছে?
এই ভেবে তোমাকে আমি একটা নীল শাড়ি দিলাম
সেই শাড়িটি ও বা কোথায় গেল?
এটাও কি ছিঁড়ে বা নষ্ট হয়ে গেছে!
না , নষ্ট বা ছিঁড়ে যাওয়ার কথা নয়
এইতো মাত্র কয়েক মাস হ'ল তার মধ্যে কি ছিঁড়ে যেতে পারে!
না , কম দাম বলে তুমি আমার দেওয়া শাড়িটি দূরে সরিয়ে দিয়েছো ;
কি এ ভালোবাসা নাকি নিদারুণ অভিমান
কল্পনার অবসান মহাসাগরের একটি জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০২/২০২২সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২২চমৎকার কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০২/২০২২নাইস
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ২৬/০২/২০২২অনন্য একটি লেখুনি।
-
আব্দুর রহমান আনসারী ২৬/০২/২০২২মিলনমধুর সুন্দর কবিতা
-
ফয়জুল মহী ২৫/০২/২০২২বেশ ভালো লাগলো পড়ে। ❤