নীল ভালোবাসা
কে তুমি প্রেয়সী ?
আমার অন্তরের রানী
কত পরিচয় যে বৃথা হলো
তোমার অপেক্ষায় থেকে থেকে ;
আমি পারিনি তোমার হাতটি ধরে দুপা হাঁটতে
কোথায় জানিনা একটা ভয় কাজ করে নিজের অজান্তে; তুমি কি তা জানো?
নীল জোনাকির রোদ
নীল ভালোবাসার লাল গোলাপ
তুমি তা কি উপেক্ষা করেছিলে !
নাকি ভালোবেসেছিলে আমাকে !
একটা চিল উড়ে গেল মাথার উপর দিয়ে
মাপলাম তার হৃদয়ের গভীরতা যা তোমার হদয়ের কাছাকাছি।
ভালোবাসার প্যারিস শহর কিংবা ইতালি সবই আমার প্রিয় এছাড়াও দা সিটি অফ লন্ডন সবি ঢের বেশি সুন্দর।
তুমি আসবে দেখা হবে আবার এই শহরের রাজপথে ,বলবো আমরা ভালোবাসার কথা পড়ন্ত বিকালে আইফেল টাওয়ারের নীচে বসে।
আমার অন্তরের রানী
কত পরিচয় যে বৃথা হলো
তোমার অপেক্ষায় থেকে থেকে ;
আমি পারিনি তোমার হাতটি ধরে দুপা হাঁটতে
কোথায় জানিনা একটা ভয় কাজ করে নিজের অজান্তে; তুমি কি তা জানো?
নীল জোনাকির রোদ
নীল ভালোবাসার লাল গোলাপ
তুমি তা কি উপেক্ষা করেছিলে !
নাকি ভালোবেসেছিলে আমাকে !
একটা চিল উড়ে গেল মাথার উপর দিয়ে
মাপলাম তার হৃদয়ের গভীরতা যা তোমার হদয়ের কাছাকাছি।
ভালোবাসার প্যারিস শহর কিংবা ইতালি সবই আমার প্রিয় এছাড়াও দা সিটি অফ লন্ডন সবি ঢের বেশি সুন্দর।
তুমি আসবে দেখা হবে আবার এই শহরের রাজপথে ,বলবো আমরা ভালোবাসার কথা পড়ন্ত বিকালে আইফেল টাওয়ারের নীচে বসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২কল্পনার ডানা মেলেছেন কবিপ্রিয়
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০২/২০২২বেশ অনুভূতির।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২২দারুণ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০২/২০২২কল্পনার অভিব্যক্তি অসাধারণ।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২২অসাধারণ লিখেছেন
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।