শহরের কথা
শহর বাড়ুক আমার হৃদয়ের পথে
মাঝখানে শিরদাঁড়া দাঁড়িয়ে আছে
পৃথিবীর বিপরীত মানচিত্রে
এক মেরু আরেক মেরুর সাথে জুড়ে দিয়ে ব্যস্ত অট্টালিকা ক্ষয়ে পড়ুক নক্ষত্রের জালে।
শহরের ব্যস্ত রাজপথে
লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বিন্দুমাত্র আমি এক সামান্য মানুষ
তোমরা সব বিদেশীদের মতো
উচ্চ ইংরাজীতে পারদর্শী।
অব্যক্ত কবিতার পাতা
তার মাঝে দাঁড়িয়ে তুমি আমার ভালোবাসা।
মাঝখানে শিরদাঁড়া দাঁড়িয়ে আছে
পৃথিবীর বিপরীত মানচিত্রে
এক মেরু আরেক মেরুর সাথে জুড়ে দিয়ে ব্যস্ত অট্টালিকা ক্ষয়ে পড়ুক নক্ষত্রের জালে।
শহরের ব্যস্ত রাজপথে
লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বিন্দুমাত্র আমি এক সামান্য মানুষ
তোমরা সব বিদেশীদের মতো
উচ্চ ইংরাজীতে পারদর্শী।
অব্যক্ত কবিতার পাতা
তার মাঝে দাঁড়িয়ে তুমি আমার ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২অনবদ্য লেখনী
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০১/০৩/২০২২সুন্দর প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০২/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২২Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০২/২০২২সুন্দর নিবেদন।