আমি কবি নাকি সাধারণ মানুষ
আমি কবি নাকি সাধারণ মানুষ!
আমি খুবই সামান্য একজন লেখক
কবি কি তা আমি জানি না !
শুধু কলম চালাই মনের আনন্দে
হৃদয়ে ভালোবাসা পুষে রাখার কারণে।
তোমরা কেউ বলতে পারো আমি কে?
আমি এক সাধারণ মানুষের ভিড়ে ভিড়ে বিন্দুমাত্র লেখার অনুপ্রেরণা জোগায় ; কখনো কবিতা লিখে আবার কখনো গল্প।
তোমরা কি আকাশ দেখেছো নীল হতে?
আমি রক্ত দেখেছি জমাট বাঁধতে বুকে
এ একটা ভালোবাসার কাহিনী
তোমরা কি শুনবে মন প্রাণ দিয়ে!
আমার বয়স যখন ১২০ তখন তোমার শুধু কুড়ি
কেন এমন হ'ল এতো সময়ের ব্যবধানে - কেউ কি বাঁচতে পারে ?
পৃথিবীর অনেক জন্ম পরে :- আমার বয়স যখন একশো দুই ঠিক তখন ঠিক তখন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, হঠাৎ তুমি দেখা দিলে প্রেয়সী রূপে তখন আমি নতুন জন্ম পেলাম তোমার হাতের নাগালে।
আমার বয়স যখন একশো আঠারো তখন তোমার বয়স মাত্র শুধু আঠারো ।
আমি খুবই সামান্য একজন লেখক
কবি কি তা আমি জানি না !
শুধু কলম চালাই মনের আনন্দে
হৃদয়ে ভালোবাসা পুষে রাখার কারণে।
তোমরা কেউ বলতে পারো আমি কে?
আমি এক সাধারণ মানুষের ভিড়ে ভিড়ে বিন্দুমাত্র লেখার অনুপ্রেরণা জোগায় ; কখনো কবিতা লিখে আবার কখনো গল্প।
তোমরা কি আকাশ দেখেছো নীল হতে?
আমি রক্ত দেখেছি জমাট বাঁধতে বুকে
এ একটা ভালোবাসার কাহিনী
তোমরা কি শুনবে মন প্রাণ দিয়ে!
আমার বয়স যখন ১২০ তখন তোমার শুধু কুড়ি
কেন এমন হ'ল এতো সময়ের ব্যবধানে - কেউ কি বাঁচতে পারে ?
পৃথিবীর অনেক জন্ম পরে :- আমার বয়স যখন একশো দুই ঠিক তখন ঠিক তখন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, হঠাৎ তুমি দেখা দিলে প্রেয়সী রূপে তখন আমি নতুন জন্ম পেলাম তোমার হাতের নাগালে।
আমার বয়স যখন একশো আঠারো তখন তোমার বয়স মাত্র শুধু আঠারো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২খুব সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৩/০২/২০২২কল্পনার রাজ্যের নানা চিন্তার প্রকাশ কাব্যধারায়।
-
ফয়জুল মহী ২১/০২/২০২২চমৎকার প্রকাশ