নীল চিঠি
নীল চিঠি আসলো একটি আমার নামের
প্রেমের বসন্তের কোকিলের মুখে করে ;
কোনো এক প্রেয়সী হয়তো লিখেছে
নাম ঠিকানা গোপন রেখে।
আমি জানি না তাঁর নাম কিংবা পরিচয় ;
মিষ্টি ঠোঁটের অতল স্পর্শে হারায় নি কখনো আমি
নীল শাড়ির আঁচলে মুখ ঢেকবে সে , হাতে তাঁর লাল কাঁচের চুড়ি , কপালে কালো টিপ সবই দাগ কাটটে আমার হৃদয়ে।
আমি তাঁর হৃদয়ের গর্জন শুনবো
পড়ন্ত বিকেলে রাজধানীর পথে পথে।
হলুদ রঙের একটা নাম না জানা পাখি উড়ে গেল
আমার চোখের সামনে দিয়ে ,
মাপলাম হৃদয়ের গভীরতা যা টেমস নদী থেকেও বহু দীর্ঘ , এতটাই পথ একা পারি দিতে হবে আমাকে।
কেউ সঙ্গে আসবে না ?
আমি ভালোবাসি পৃথিবীর চঞ্চল থেকে স্থিরময় সমস্ত কিছু পার্থিব বস্তুকে।
তুমি কি ভালোবাসো আমাকে?
নীল চিঠি আমিও লিখলাম ডাকবাক্সে
আমি ডাকবাক্সকে বললাম চিঠিটি পোঁছে দিয়ে আসবে আমার প্রিয়তমার কাছে ,
সে বললো বেশ তাই হবে
এই বলে আমি চলে আসলাম ।
পৃথিবীর অনেক জন্ম পর
শতাব্দী থেকে শতাব্দী ধরে
আমি হয়তো তাঁর অপেক্ষায় ছিলাম এতদিন
সে নিজে এসে ধরা দেবে একদিন
তারপর বলবে সে আমাকেই চাই আজীবন ধরে।
জন্মের বহু পরেও সে আমাকেই ভালোবাসবে
আমিও তাকে জড়িয়ে ধরে সারা পৃথিবীর ঘুরবো
জন্ম থেকে বহু জন্ম ধরে।।
প্রেমের বসন্তের কোকিলের মুখে করে ;
কোনো এক প্রেয়সী হয়তো লিখেছে
নাম ঠিকানা গোপন রেখে।
আমি জানি না তাঁর নাম কিংবা পরিচয় ;
মিষ্টি ঠোঁটের অতল স্পর্শে হারায় নি কখনো আমি
নীল শাড়ির আঁচলে মুখ ঢেকবে সে , হাতে তাঁর লাল কাঁচের চুড়ি , কপালে কালো টিপ সবই দাগ কাটটে আমার হৃদয়ে।
আমি তাঁর হৃদয়ের গর্জন শুনবো
পড়ন্ত বিকেলে রাজধানীর পথে পথে।
হলুদ রঙের একটা নাম না জানা পাখি উড়ে গেল
আমার চোখের সামনে দিয়ে ,
মাপলাম হৃদয়ের গভীরতা যা টেমস নদী থেকেও বহু দীর্ঘ , এতটাই পথ একা পারি দিতে হবে আমাকে।
কেউ সঙ্গে আসবে না ?
আমি ভালোবাসি পৃথিবীর চঞ্চল থেকে স্থিরময় সমস্ত কিছু পার্থিব বস্তুকে।
তুমি কি ভালোবাসো আমাকে?
নীল চিঠি আমিও লিখলাম ডাকবাক্সে
আমি ডাকবাক্সকে বললাম চিঠিটি পোঁছে দিয়ে আসবে আমার প্রিয়তমার কাছে ,
সে বললো বেশ তাই হবে
এই বলে আমি চলে আসলাম ।
পৃথিবীর অনেক জন্ম পর
শতাব্দী থেকে শতাব্দী ধরে
আমি হয়তো তাঁর অপেক্ষায় ছিলাম এতদিন
সে নিজে এসে ধরা দেবে একদিন
তারপর বলবে সে আমাকেই চাই আজীবন ধরে।
জন্মের বহু পরেও সে আমাকেই ভালোবাসবে
আমিও তাকে জড়িয়ে ধরে সারা পৃথিবীর ঘুরবো
জন্ম থেকে বহু জন্ম ধরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২বেশ ভালো লাগল
-
বিধান চন্দ্র ধর ২১/০২/২০২২শুভকামনা রইল আপনার জন্য
-
ফয়জুল মহী ২০/০২/২০২২ছন্দ , লয় তাল , শব্দ বিন্যাস - এক কথায় অসাধারণ প্রকাশ 8 !
ভাষা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো