ভালোবাসা মানে অপরাধ নয়
ভালোবাসা মানে অপরাধ নয়
তা নয় ঢের বেশি অপরাধের মতো কিছু ,
আপনি প্রশ্ন করুন
উত্তর হয়তো পেয়ে যাবেন ;
তবুও কিছু ভালোবাসা কলঙ্কিত অধ্যায়ের মতো চরম কঠিন সত্য-
আপনি পারবেন কিছু জিতে নিতে
কিন্তু পৃথিবীকে এভাবে হারিয়ে যেতে দেবেন না
বাঁচিয়ে তুলুন জীবনের মতো করে
প্রাণের আলো দিয়ে বাঁচান তাঁকে।
ভালোবাসা তবেই পূর্ণতা পাবে মানুষের কাছে
পৃথিবীর কাছে প্রকৃতির কাছে।
মানুষ মানুষের ভিড়ে বিন্দুমাত্র দ্বিধা বোধ ক'রে না কাকে বাঁচাতে হবে , নিজেকে নাকি প্রকৃতিকে !
তবে তাই যদি হবে তবে ভালোবাসা হারাতো না
পৃথিবীর বুকে থেকে।
ভালোবাসা মানে অপরাধ নয়
নয়তো পরাজয় ;
তবুও কিছু পরাজয় আসল পরাজয় হয়।
তা নয় ঢের বেশি অপরাধের মতো কিছু ,
আপনি প্রশ্ন করুন
উত্তর হয়তো পেয়ে যাবেন ;
তবুও কিছু ভালোবাসা কলঙ্কিত অধ্যায়ের মতো চরম কঠিন সত্য-
আপনি পারবেন কিছু জিতে নিতে
কিন্তু পৃথিবীকে এভাবে হারিয়ে যেতে দেবেন না
বাঁচিয়ে তুলুন জীবনের মতো করে
প্রাণের আলো দিয়ে বাঁচান তাঁকে।
ভালোবাসা তবেই পূর্ণতা পাবে মানুষের কাছে
পৃথিবীর কাছে প্রকৃতির কাছে।
মানুষ মানুষের ভিড়ে বিন্দুমাত্র দ্বিধা বোধ ক'রে না কাকে বাঁচাতে হবে , নিজেকে নাকি প্রকৃতিকে !
তবে তাই যদি হবে তবে ভালোবাসা হারাতো না
পৃথিবীর বুকে থেকে।
ভালোবাসা মানে অপরাধ নয়
নয়তো পরাজয় ;
তবুও কিছু পরাজয় আসল পরাজয় হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২১/০২/২০২২বহিঃপ্রকাশ ভালো।
-
ফয়জুল মহী ২০/০২/২০২২অসাধারণ কাব্য
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০২/২০২২সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২২দারুণ
-
শুভজিৎ বিশ্বাস ২০/০২/২০২২সত্যি তাই, ভালোবাসা কোনো অপরাধ নয়।