নীল ডায়েরির কবিতা-১১
প্রেমের সংকল্প নিয়ে ফিরে আসিবো আমি
তোমার ঘরের দরজার সম্মুখে
নিকটে দাঁড়িয়ে থাকিবে তুমি
আসলে হাতে আমার কাঁটাতার।
যুদ্ধের মানচিত্র এঁকেছি আমার হাতে
স্বদেশের কারাগারে বন্দী থেকে
এখান থেকে হয়তো ফিরবোনা আর
তুমি রবে বহুদূরে, শহীদের বার্তা পেয়ে
যদি কখনো দেখিতে চাও আমায়
তবে পিছন ফিরিয়া তাকিয়ো একবার।
তুমি দেখিতে পাবে নীল বাংলার প্রান্তর
ঘাসে ঘাসে শিশিরের জল শুকিয়ে গেছে
আমার সমাধির পাশ দিয়ে
চোখের নদী বয়ে যায়।
তোমার ঘরের দরজার সম্মুখে
নিকটে দাঁড়িয়ে থাকিবে তুমি
আসলে হাতে আমার কাঁটাতার।
যুদ্ধের মানচিত্র এঁকেছি আমার হাতে
স্বদেশের কারাগারে বন্দী থেকে
এখান থেকে হয়তো ফিরবোনা আর
তুমি রবে বহুদূরে, শহীদের বার্তা পেয়ে
যদি কখনো দেখিতে চাও আমায়
তবে পিছন ফিরিয়া তাকিয়ো একবার।
তুমি দেখিতে পাবে নীল বাংলার প্রান্তর
ঘাসে ঘাসে শিশিরের জল শুকিয়ে গেছে
আমার সমাধির পাশ দিয়ে
চোখের নদী বয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৯/০১/২০২২বাহ বেশ আবেগময় প্রকাশ
-
বিধান চন্দ্র ধর ১৯/০১/২০২২ভালো
-
জামাল উদ্দিন জীবন ১৯/০১/২০২২সুন্দর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০১/২০২২ভাবনা চমৎকার ।