নীল ডায়েরির কবিতা-৭
যদি কখনো মনে পড়ে আমায়
আমি হাত বাড়িয়ে দেবো তোমায়।
আমি হাত বাড়িয়ে দুঃখকে ছোঁবো
প্রতিটি মানুষের শিরায় শিরায়।
ডায়েরির ভাঁজে আঁকা যাক মানচিএকে
কতদিন আঁকিনি তোমায় -
প্রেমের উপন্যাসের পাতায় পাতায়
ক্ষয় ধরিয়েছে গোলাপের কাঁটায়।
কখনো একা মনে হলে ভালোবেসো আমায়
আমি হাত বাড়িয়ে পাহাড়কে জানাবো
মরুভূমির বালি রাশির রেখায় রেখায়
বিষন্ন বিকালের শেষ বেলায়।
আমি হাত বাড়িয়ে দেবো তোমায়।
আমি হাত বাড়িয়ে দুঃখকে ছোঁবো
প্রতিটি মানুষের শিরায় শিরায়।
ডায়েরির ভাঁজে আঁকা যাক মানচিএকে
কতদিন আঁকিনি তোমায় -
প্রেমের উপন্যাসের পাতায় পাতায়
ক্ষয় ধরিয়েছে গোলাপের কাঁটায়।
কখনো একা মনে হলে ভালোবেসো আমায়
আমি হাত বাড়িয়ে পাহাড়কে জানাবো
মরুভূমির বালি রাশির রেখায় রেখায়
বিষন্ন বিকালের শেষ বেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০১/২০২২ভাল ভাবনার।
-
আলমগীর সরকার লিটন ১৫/০১/২০২২বেশ ভাবনাময়
-
দীপঙ্কর বেরা ১৫/০১/২০২২ভাল লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০১/২০২২সুন্দর অনুভবের ছোঁয়া।
-
ফয়জুল মহী ১৪/০১/২০২২সুন্দর রচনাশৈলী। অপার মুগ্ধতা।