নীল ডায়েরির কবিতা ১
আঘাত করে সইবো আঘাত
ব্যাঘাত ঘিরে রয়বে আলাপ
আরো চিত্ত আরো অচেতন
জ্বলবে আলো অন্ধকার ভালো।
স্নিগ্ধ প্যারিস মুগ্ধ ইতালি
আমার ভারি আপন - জাগিবে আঁধার
সাবধান নয়কো সারাক্ষণ
অজস্র স্বপ্ন চলবে পথে
সকল ব্যথা নিভবে অনন্তকাল:-
সেথা থেকে কেউ ডাক দিও
আসিবো ফিরে ইচ্ছা রাতের তারা নিয়ে
জীর্ণ মানচিত্রের হৃদয় ভেদ করে।
ব্যাঘাত ঘিরে রয়বে আলাপ
আরো চিত্ত আরো অচেতন
জ্বলবে আলো অন্ধকার ভালো।
স্নিগ্ধ প্যারিস মুগ্ধ ইতালি
আমার ভারি আপন - জাগিবে আঁধার
সাবধান নয়কো সারাক্ষণ
অজস্র স্বপ্ন চলবে পথে
সকল ব্যথা নিভবে অনন্তকাল:-
সেথা থেকে কেউ ডাক দিও
আসিবো ফিরে ইচ্ছা রাতের তারা নিয়ে
জীর্ণ মানচিত্রের হৃদয় ভেদ করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উবায়দুল্লাহ ফারুক ১০/০১/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ১০/০১/২০২২অনন্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০১/২০২২সুন্দর