ইচ্ছা (ছড়া-কবিতা)
কোনো এক অজানা শহরে
এক নবজাগরণ পরেও
আকাশ থেকে খসবে তারা
ঝড়ের রাতে ঝরবে পাতা।
আকাশ নদী পাহাড় এসে
বলবে কথা পাখির সাথে,
মাঝরাতে ঘুমের মধ্যে
দেখবো আমি গেছি চাঁদের দেশে।
লাল নীল হলুদ ঘুড়ি
উড়ছে সব মাথার উপর দিয়ে,
মেঘ ছুঁয়ে রং ছড়াবো
কুয়াশা ঘেরা ফুলের বাগানে।
এক নবজাগরণ পরেও
আকাশ থেকে খসবে তারা
ঝড়ের রাতে ঝরবে পাতা।
আকাশ নদী পাহাড় এসে
বলবে কথা পাখির সাথে,
মাঝরাতে ঘুমের মধ্যে
দেখবো আমি গেছি চাঁদের দেশে।
লাল নীল হলুদ ঘুড়ি
উড়ছে সব মাথার উপর দিয়ে,
মেঘ ছুঁয়ে রং ছড়াবো
কুয়াশা ঘেরা ফুলের বাগানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২অনপম
-
মনিরুজ্জামান প্রমউখ ০৯/০১/২০২২ভালো ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০১/২০২২ইচ্ছা হতে পারে অনাবিল।
-
জামাল উদ্দিন জীবন ০৮/০১/২০২২বেশ বেশ কবি।
-
রাসেল মিয়া ০৭/০১/২০২২চমৎকার তবে ছন্দমিল নেই
-
শুভজিৎ বিশ্বাস ০৭/০১/২০২২সুন্দর কল্পনার মেলবন্ধন
-
মোঃজাকিরুল চৌধুরী ০৭/০১/২০২২চমৎকার একটা কবিতা
-
ফয়জুল মহী ০৬/০১/২০২২অতুলনীয় ভাবনা
খুব ভালো লাগলো
আপনার জন্য শুভ কামনা রইল
সুন্দর একটি লেখা কবিতা উপহার দেয়ার জন্য -
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০১/২০২২খুব সুন্দর।