পরিচিতহীন কবিতা
আমার পরিচিতহীন কবিতা
তোমায় খোঁজার প্রহর গুলোতে।
আমার বিষন্ন ভরা বেদনার পথ
তোমায় শহরের রাজপথে।
স্টশনের প্লাটফর্ম আর দাঁড়িয়ে থাকা
রাতের শেষ ট্রেনের অপেক্ষায়।
তুমি দূরে গেছো বহুদূরে চলে গেছো
আমারে একা ফেলে।
আমার সমস্ত কবিতা পথ চিনেছে
তোমায় ভালো বেসে বেসে।
মন ক্যানভাসের রং তুলিতে আঁকা হয়েছে
তোমায় খোঁজার দিনগুলোকে।
তোমায় খোঁজার প্রহর গুলোতে।
আমার বিষন্ন ভরা বেদনার পথ
তোমায় শহরের রাজপথে।
স্টশনের প্লাটফর্ম আর দাঁড়িয়ে থাকা
রাতের শেষ ট্রেনের অপেক্ষায়।
তুমি দূরে গেছো বহুদূরে চলে গেছো
আমারে একা ফেলে।
আমার সমস্ত কবিতা পথ চিনেছে
তোমায় ভালো বেসে বেসে।
মন ক্যানভাসের রং তুলিতে আঁকা হয়েছে
তোমায় খোঁজার দিনগুলোকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাওন সিংহ ১১/০২/২০২২
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১চমৎকার ভাবনার লেখনী,
-
বিধান চন্দ্র ধর ৩০/১২/২০২১ভালো
আমারে একা ফেলে!