প্রিয়তমাসু
তোমায় জানাবো আলাপ আমার
নয়তো হাজারো অন্যকিছু-
কী জানাবো প্রায়শ্চিত্ত না প্রণাম,
তোমার কাছে অন্যকিছু
ফিরায়ে দিও অপমানকে আবার।
তোমার আমার নিত্য বিরোধ
নতুন নতুন পরিচয়:-
আকাশ আবার পড়লো খসে
হৃদয় আমার বাঁধন টেনে মরে।
ফিরায়ে দিও তুমি আবার
ফিরায়ে দিও শত শত আশা
জীবনের দেনা ফিরে গেলে
পাবো না আর তাঁর দেখা।
একটি নক্ষত্র জ্বলছে এখনো
জ্বলছে জীবনের আলোর বাতি
নমস্কারে মিলিয়ে দেবো
অন্ধকার আছে যত।
পথের পানে চেয়ে থেকে
দেবতার চরণ ধুলি কোথা পাবো!
তোমারে দিয়ে সারিয়ে নেবো
পৃথিবীর ক্ষয়ের ব্যথা যত শত।
নমস্কারে তোমারে চাহিবো
নীরবে ঝরিয়া যাবো হেমন্তের রাতে
শ্রাবণ মেঘের মতো।
তোমার আমার হবে চেনা-জানা
হবে চাওয়া পাওয়ার পরিচয়
তোমার আমার নিত্য বিরোধ
নতুন নতুন পরিচয়।।
নয়তো হাজারো অন্যকিছু-
কী জানাবো প্রায়শ্চিত্ত না প্রণাম,
তোমার কাছে অন্যকিছু
ফিরায়ে দিও অপমানকে আবার।
তোমার আমার নিত্য বিরোধ
নতুন নতুন পরিচয়:-
আকাশ আবার পড়লো খসে
হৃদয় আমার বাঁধন টেনে মরে।
ফিরায়ে দিও তুমি আবার
ফিরায়ে দিও শত শত আশা
জীবনের দেনা ফিরে গেলে
পাবো না আর তাঁর দেখা।
একটি নক্ষত্র জ্বলছে এখনো
জ্বলছে জীবনের আলোর বাতি
নমস্কারে মিলিয়ে দেবো
অন্ধকার আছে যত।
পথের পানে চেয়ে থেকে
দেবতার চরণ ধুলি কোথা পাবো!
তোমারে দিয়ে সারিয়ে নেবো
পৃথিবীর ক্ষয়ের ব্যথা যত শত।
নমস্কারে তোমারে চাহিবো
নীরবে ঝরিয়া যাবো হেমন্তের রাতে
শ্রাবণ মেঘের মতো।
তোমার আমার হবে চেনা-জানা
হবে চাওয়া পাওয়ার পরিচয়
তোমার আমার নিত্য বিরোধ
নতুন নতুন পরিচয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২১অনেক সুন্দর কবিতা।
-
ফয়জুল মহী ১৯/১২/২০২১অনুপম কবিতাটি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/১২/২০২১সুন্দর প্রকাশ।