স্টেশনের প্ল্যাটফর্মে
স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি
শেষ ট্রেনের অপেক্ষায়।
হাতে আমার হাতঘড়ি
সময়ের কাঁটা বহমান।
জাগিয়া রাত রং মশালের আলোয়
আলোকিত প্রেমের মানচিত্র
স্নিগ্ধতায় ঢাকা পড়ে শহরের পথ।
তাঁরে আমি ভাবিলাম ঢের বেশি
সে কি আমার কথা মুখে আনে একবারও!
কি পেলাম আর কি বা নাহি পেলাম
তাতে আমার কোনো দুঃখ নেই।
শেষ ট্রেনের অপেক্ষায়।
হাতে আমার হাতঘড়ি
সময়ের কাঁটা বহমান।
জাগিয়া রাত রং মশালের আলোয়
আলোকিত প্রেমের মানচিত্র
স্নিগ্ধতায় ঢাকা পড়ে শহরের পথ।
তাঁরে আমি ভাবিলাম ঢের বেশি
সে কি আমার কথা মুখে আনে একবারও!
কি পেলাম আর কি বা নাহি পেলাম
তাতে আমার কোনো দুঃখ নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সত্যম কুন্ডু ০৩/০৩/২০২২সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ১৯/১২/২০২১বাহ!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১২/২০২১nice work
-
ফয়জুল মহী ১৭/১২/২০২১সুন্দর উপস্থাপন, ,
-
আহমেদ হানিফ ১৭/১২/২০২১অনেক সুন্দর।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১২/২০২১সুন্দর প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০২১ভাল।