www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষা

অপেক্ষা ঢের বেশি অপেক্ষা
শুধু তোমারই জন্য,
অপেক্ষা গভীর থেকে গভীরে
শুধু তোমাকেই ভালবাসি বলে।
অনেক দিন তোমারে দেখি না
তোমার খোঁজও রাখিনা আর
আমি খুব বেহায়া।
অপেক্ষা ঢের বেশি অপেক্ষা
শুধু তোমারই জন্য,
তোমারে ভালোবাসি আজও প্রিয়
মিছে মিছে কলিং বেল বেজে ওঠে
হয়তো তোমারি অনুভূতির ফোনটা কানে ধরি আজও।
তোমারে বলতে পারিনি ভালোবাসি এই কথাটি
বারে বারে আমি থেমে যায় বিরহের হৃদয়ে গোলাপের পাপড়ি কুড়িয়ে।
মানুষেরা সব পথ চিনেছে
আমারে একা ফেলে।


আমার রাতগুলো জেগে আছে
জেগে আছে নীল ডায়েরির পাতায়।
প্রেমের ইতিহাস উপন্যাস গড়ে
উড়িয়ে দিয়ে শত শত প্রেমের চিঠি।
বিরহ নেমেছে সন্ধ্যায় রাজধানীর বুকে
জড়িয়ে ধরে দুটি হাত নিস্তব্ধতায়
একাকী নির্জনে ঘিরেছে হেমন্তের ঘাসে নীল শিশির
তোমার দেওয়া প্রহরে প্রহরে।


অপেক্ষা ঢের বেশি অপেক্ষা
শুধু তোমাকেই ভালবাসি বলে প্রিয়,
তুমি আমার প্রিয়তমা,অপ্সরা নগরীর দ্বার:-
তোমার হৃদয় হতে আমার হৃদয়ে
ভালোবাসা ফুল হয়ে ফোটে।
তিলোত্তমা শহরের পথে পথে হেঁটে চলি
আর তুমি জ্বালাও সেখানে আলো।
যারা এই শহরে এসেছিল কাজের সন্ধানে
তাঁদের তুমি দিয়েছো রুটি- রোজগার।


অপেক্ষা ঢের বেশি অপেক্ষা প্রিয়
শুধু তোমারই জন্য,
এ হৃদয়ে বারোমাস ঝরেছে রক্ত
নীল ডায়েরি জাগে মৃত
বসন্তের হলুদ প্রহরে কল্পনার জাহাজের অবসান।
বাসনা পূর্ণতা আমার অনুভবে
চোখ বুজে গভীর অন্ধকারে রূপসী বাংলা
হয়তো জীবনানন্দের বনলতা সেন এসেছিল
আমার কবিতার পাতায়:-
আমার প্রিয়তমা কে একবার দেখতে।
যুগের পর যুগ এভাবেই বহমান
অস্তিত্ব রক্ষায় তাগিদে বন্দীশালায় যেতে হয়
মরুভূমির জীবনে মিশরের পিরামিডে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ০৪/১২/২০২১
    অপেক্ষা যে কত্তো কষ্ট যে অপেক্ষা করে সে বুঝতে পারে।
  • সত্যই অপেক্ষার প্রহরগুলো বড় কঠিন
  • সুন্দর অনুভূতির প্রকাশ।
  • ভালো।
  • ফয়জুল মহী ০২/১২/২০২১
    বাহ্, অসামান্য
 
Quantcast