ভালোবাসার শহর মাজদিয়া
ভালোবাসার শহর মাজদিয়া
আমার প্রাণের কলেজ মাজদিয়া
আমার লেখার অনুপ্রেরণা যোগায়
ভাবনার জাহাজ ফুটে ওঠে দুটি চোখের পাতায়।
কত কাল রাত জেগে জেগে ভেবেছি তার কথা
নিভে গেছে স্টশনের ল্যাম্পপোস্টের আলো
আর দূর আকাশের বাতিঘর।
কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকা
আর দূর নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন বোনা
যেন বসন্তের হলুদ প্রহরে আমি হেমন্তের সাদা বক
উড়ে চলি দেশে দেশে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে।
সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ছায়াপাত
আমার হৃদয়ের গভীরে তিলোত্তমা নগরীর আলো।
ভেবেছি আমি জেনেছি ভালোবাসা
মানুষের ভিড়ে মানুষের পতন
আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে
মাজদিয়া শহরের যত শয়তান খলনায়ক চরিত্রগুলো।
যারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়
মিথ্যা আন্দোলনের শ্লোগান ভরিয়ে দিয়ে।
মাজদিয়া মরুভূমির যাযাবর
যারা পার করিয়ে সভ্যতার কারাগার
বন্দীশালায় মিছিলে হট্টগোলে;
কারা যেন ডাকে পিছন থেকে
ঘুরে তাকালেই নিজের ছায়ার সূএপাত:-
এর মধ্যে থেকে কারা যেন এসেছিল গভীর থেকে গভীরে,সভ্য মানুষদের কেড়ে নিতে!
নেমেছে রাত, ঝরেছে আকাশের তারা যত শত।
আমার প্রাণের কলেজ মাজদিয়া
আমার লেখার অনুপ্রেরণা যোগায়
ভাবনার জাহাজ ফুটে ওঠে দুটি চোখের পাতায়।
কত কাল রাত জেগে জেগে ভেবেছি তার কথা
নিভে গেছে স্টশনের ল্যাম্পপোস্টের আলো
আর দূর আকাশের বাতিঘর।
কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকা
আর দূর নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন বোনা
যেন বসন্তের হলুদ প্রহরে আমি হেমন্তের সাদা বক
উড়ে চলি দেশে দেশে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে।
সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ছায়াপাত
আমার হৃদয়ের গভীরে তিলোত্তমা নগরীর আলো।
ভেবেছি আমি জেনেছি ভালোবাসা
মানুষের ভিড়ে মানুষের পতন
আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে
মাজদিয়া শহরের যত শয়তান খলনায়ক চরিত্রগুলো।
যারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়
মিথ্যা আন্দোলনের শ্লোগান ভরিয়ে দিয়ে।
মাজদিয়া মরুভূমির যাযাবর
যারা পার করিয়ে সভ্যতার কারাগার
বন্দীশালায় মিছিলে হট্টগোলে;
কারা যেন ডাকে পিছন থেকে
ঘুরে তাকালেই নিজের ছায়ার সূএপাত:-
এর মধ্যে থেকে কারা যেন এসেছিল গভীর থেকে গভীরে,সভ্য মানুষদের কেড়ে নিতে!
নেমেছে রাত, ঝরেছে আকাশের তারা যত শত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১২/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১২/২০২১বেশ লাগলো!
-
মাহতাব বাঙ্গালী ০১/১২/২০২১জন্ম শহর, শিশুকালের শহর, কৈশোর সময়ের শহর, জ্ঞান অর্জনের শহর সবসময়ই প্রিয় হয়।
-
ফয়জুল মহী ৩০/১১/২০২১বেশ সাবলীল লিখনী।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০২১ভাল।