হয়তো কখনো
হয়তো কখনো তারে ভালোবাসিনি
নতুবা তাঁকেই ভালোবেসেছি।
গভীর সমুদ্র থেকে হিমালয়
উঠে দাঁড়িয়ে সভ্যতার দরবারে মাথা উঁচু করে
তাঁকেই খুঁজে চলেছি মন প্রাণ দিয়ে।
তারে আমি রাখিনি মনে
নতুবা তাঁকেই আমি রেখেছি মনের গভীর থেকে গভীরে।
তাঁকে আমি পেতে চাইনি
কিংবা তাঁকেই আজীবন ভালোবাসা দিয়ে এসেছি
প্রেমকে নিস্তব্ধতায় জাগ্রত করতে।
চোখের নীচে মুক্তার কালিকে রেখে দিয়ে
সীমানার বিপরীত আর এক সীমানা পেরিয়ে
দেখেছি দুচোখে প্রেমের শ্রাবণ মেঘের আড়ালে।
নক্ষত্র রাত্রি যাপন করতে পারি প্রেমের শহরে
ল্যাম্প পোস্টের এক চিলতে আলোতে।
হয়তো একদিন তারে ভালোবেসেছি
কিংবা তাঁকেই ভালোবাসি জন্ম-জন্মান্তর ধরে।।
।
নতুবা তাঁকেই ভালোবেসেছি।
গভীর সমুদ্র থেকে হিমালয়
উঠে দাঁড়িয়ে সভ্যতার দরবারে মাথা উঁচু করে
তাঁকেই খুঁজে চলেছি মন প্রাণ দিয়ে।
তারে আমি রাখিনি মনে
নতুবা তাঁকেই আমি রেখেছি মনের গভীর থেকে গভীরে।
তাঁকে আমি পেতে চাইনি
কিংবা তাঁকেই আজীবন ভালোবাসা দিয়ে এসেছি
প্রেমকে নিস্তব্ধতায় জাগ্রত করতে।
চোখের নীচে মুক্তার কালিকে রেখে দিয়ে
সীমানার বিপরীত আর এক সীমানা পেরিয়ে
দেখেছি দুচোখে প্রেমের শ্রাবণ মেঘের আড়ালে।
নক্ষত্র রাত্রি যাপন করতে পারি প্রেমের শহরে
ল্যাম্প পোস্টের এক চিলতে আলোতে।
হয়তো একদিন তারে ভালোবেসেছি
কিংবা তাঁকেই ভালোবাসি জন্ম-জন্মান্তর ধরে।।
।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৭/১১/২০২১সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/১১/২০২১ভাল
-
আলমগীর সরকার লিটন ২৭/১১/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৬/১১/২০২১সৃজনশীল কথামালা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১১/২০২১সুন্দর লেখা।