অজানা থেকে জানা
পাহাড়ের গায়ে চাঁদের আলো পড়েছে যখনই
সে আমার প্রিয়তমা হয়েছে তক্ষুনি ।
অজানা থেকে জানা হয়েছে
সে তো আমার কল্পনার জগতের অদ্ভুত রাত্রির
গহীন অন্তরের প্রিয়তমা।
হেমন্তের পাহাড়ে দাঁড়িয়ে
বসন্তের পাহাড়ের খোঁজে
দিনরাত্রি ভেবে চলি শহরের অলিগলিতে।
যদি তাকে একবার দেখতে পাই,বা
হঠাৎ করে সে আমার সাথে কথা বলার জন্য
লক্ষ শতাব্দী অপেক্ষায় ছিল বোধ হয়!
তখন আমার মনে হবে
সে ও হয়তো আমাকেই ভালোবাসে!
আমাকেই সে গভীর থেকে গভীরে চাই!
অজানা থেকে জানা হবে তখন সে
এতকাল যে আমাকে চিনতো না জানতো না
সে একদিন আমাই প্রিয়তমা হবে।
সে আমার প্রিয়তমা হয়েছে তক্ষুনি ।
অজানা থেকে জানা হয়েছে
সে তো আমার কল্পনার জগতের অদ্ভুত রাত্রির
গহীন অন্তরের প্রিয়তমা।
হেমন্তের পাহাড়ে দাঁড়িয়ে
বসন্তের পাহাড়ের খোঁজে
দিনরাত্রি ভেবে চলি শহরের অলিগলিতে।
যদি তাকে একবার দেখতে পাই,বা
হঠাৎ করে সে আমার সাথে কথা বলার জন্য
লক্ষ শতাব্দী অপেক্ষায় ছিল বোধ হয়!
তখন আমার মনে হবে
সে ও হয়তো আমাকেই ভালোবাসে!
আমাকেই সে গভীর থেকে গভীরে চাই!
অজানা থেকে জানা হবে তখন সে
এতকাল যে আমাকে চিনতো না জানতো না
সে একদিন আমাই প্রিয়তমা হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৭/১১/২০২১ভালো লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১১/২০২১সুন্দর...প্রশংসনীয়
-
ফয়জুল মহী ২৫/১১/২০২১সাবলীল শব্দের ব্যবহার লিখনীতে।