তুমি অজানা
সে আমার অজানা প্রিয়তমা
অচেনা শহরের রাজপথের রানী।
কঠিন থেকে কঠিনতর হৃদয়ের বাতিঘর
আর দূর সীমানার বাইরের স্বপ্নের দেশ।
এক থেকে একান্তে নির্জনে বসে ভাবি
প্রিয়তমার মুখের ছবি।
রাতের বেলা দীর্ঘ ছায়া ফেলে
স্টেশনের ল্যাম্পপোস্টের খুঁটির নীচে।
তারপর আমি যায় গভীর রাত্রে
তাঁকে একবার দেখার জন্যে।
জোনাকি ঘুরেফিরে আসে বারবার মিনারের উপরে
প্রিয়তমার মুখটাকে স্পষ্ট দেখার জন্য।
অচেনা শহরের রাজপথের রানী।
কঠিন থেকে কঠিনতর হৃদয়ের বাতিঘর
আর দূর সীমানার বাইরের স্বপ্নের দেশ।
এক থেকে একান্তে নির্জনে বসে ভাবি
প্রিয়তমার মুখের ছবি।
রাতের বেলা দীর্ঘ ছায়া ফেলে
স্টেশনের ল্যাম্পপোস্টের খুঁটির নীচে।
তারপর আমি যায় গভীর রাত্রে
তাঁকে একবার দেখার জন্যে।
জোনাকি ঘুরেফিরে আসে বারবার মিনারের উপরে
প্রিয়তমার মুখটাকে স্পষ্ট দেখার জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/১১/২০২১বাহ্
-
মাহতাব বাঙ্গালী ২৩/১১/২০২১ভালো লেগেছে আপানার অনুভূতির অভিপ্রকাশ
-
জামাল উদ্দিন জীবন ২২/১১/২০২১ভালো
-
আলমগীর সরকার লিটন ২২/১১/২০২১বেশ রোমান্টিক অনুভব
-
ফয়জুল মহী ২১/১১/২০২১অনন্য অনুভূতি