www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাদের হৃদয় পুড়ে গেছে

মানবের ছায়া গেছে দূরে সরে
প্রান্তরের সীমা ছেড়ে;
যাদের হৃদয় পুড়ে গেছে
তাঁহারা কভু নাহি ফেরে
নীল আকাশের দিকে,
মানুষের ভিড়ে মানুষের মুখোশ
অজান্তে তাঁদের পথ কে খোঁজ করে!
পরিচয়হীন মেয়েটি কুয়াশা-রোদে ভেজে
প্রকৃতির সুন্দর নাট্যরীতি কে নিতে।
মানবের ছায়া চেতনার পরিমাপ নিয়ে
ফেরে'শূন্য'হৃদয়ে।
জীবন্ত চশমা সব
মৃত মানুষের চোখে চোখে
প্রথমত চরিতার্থ কে বোঝার জন্যে।


জীবনের চলন্ত রেল গাড়িটাকে
হৃদয়ের পথ দিয়ে চালিয়ে
মানুষেরা দূরে যায় সরে।
যাদের হৃদয় পুড়ে গেছে
তাঁহারা আর নাহি ফেরে
পোড়া হৃদয়ের ব্যথা পেয়ে
ঘুমিয়ে যায় চিরঘুমে।
সাক্ষাৎ হওয়া সেই পথের মোড়ে
সেখানে রোজ রোজ তারা ঝরে পড়ে
বাহিরের দোকান বাজার তখন বন্ধ
শুধুমাত্র জেগে আছে শহরের সেই পথ
আর ল্যাম্পপোস্টের বাতিগুলো।
গভীর রাতে আমার আসার জন্য অপেক্ষা করে
শহরের রাস্তাগুলো---
মুখোমুখি মানবের ছায়ার সাথে
বস্তা বোঝায় প্রশ্নের মুখে আমি!
এভাবেই কেটে যায় যুগের পর যুগ
মানবের হৃদয় পুড়ে ছাই হয়
পৃথিবীতে নেমে আসে ঘোর অন্ধকার
হারিয়ে যায় তাঁহাদের জীবন যাপন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল।
  • বেশ ভাবনাময়
  • Md. Rayhan Kazi ২১/১১/২০২১
    অনন্য লেখনশৈলী
  • ফয়জুল মহী ২০/১১/২০২১
    চমকপ্রদ উপস্থাপন।
 
Quantcast