পান্তহারা
দিনরাত চুপচাপ
বসে আছি নেই কাজ
টুপটাপ দেয় ডুব
ঘোমটার পান কৌটি।
কচমচ ভাঙে বাঁশ
প্রকৃতির ই সৃষ্টি
বনগাছ দেয় ফুল
মনের ই কৃষ্টি।
ধুপধাপ পড়ে তাল
বনের ই প্রান্তরে,
প্যাক প্যাক করে ওই
নদীর ই হাঁসটি।
ঘেউ ঘেউ করে ওই
কুকুরের দলটি,
কেতাব পড়ে ওই
পাড়ার ছেলেটি।
কেতন ওড়ে ওই
আকাশের প্রান্তরে,
বন্যায় ভাসে নদী
মানুষের কাঁন্নায়।
মিটিমিটি জ্বলে যেনো
আকাশের চাঁদটি,
কু কু করে ওই
বসন্তের কোকিল টি।
২৫/০৮/২০২০
বসে আছি নেই কাজ
টুপটাপ দেয় ডুব
ঘোমটার পান কৌটি।
কচমচ ভাঙে বাঁশ
প্রকৃতির ই সৃষ্টি
বনগাছ দেয় ফুল
মনের ই কৃষ্টি।
ধুপধাপ পড়ে তাল
বনের ই প্রান্তরে,
প্যাক প্যাক করে ওই
নদীর ই হাঁসটি।
ঘেউ ঘেউ করে ওই
কুকুরের দলটি,
কেতাব পড়ে ওই
পাড়ার ছেলেটি।
কেতন ওড়ে ওই
আকাশের প্রান্তরে,
বন্যায় ভাসে নদী
মানুষের কাঁন্নায়।
মিটিমিটি জ্বলে যেনো
আকাশের চাঁদটি,
কু কু করে ওই
বসন্তের কোকিল টি।
২৫/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিন্ময় বসু ১৫/১১/২০২১পান্তহারা মানে কি
-
আমি-তারেক ১২/১১/২০২১shabolil lekha - valo
-
Md. Rayhan Kazi ১২/১১/২০২১ভালোবাসা অবিরাম
-
সাইয়িদ রফিকুল হক ১১/১১/২০২১ভাল।
বহুদিন পরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে গেল! -
ফয়জুল মহী ১১/১১/২০২১অনিন্দ্য সুন্দর লেখা ,