আম্ফান
বঙ্গোপসাগরে সৃষ্ট তুই
করলি ধ্বংসের খেলা
কি করে বাঁচবো আমরা
বলে দে তোরা?
চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ
হাঁটু সমান জল
ভেসে গেল কত বাড়ি
কত বা আপন জন।
তুই এতো নিষ্ঠুর কেনো
ভাঙলি হাজারো গাছ
কোথাও বা গুঁড়ো করলি
হাজারো বিদ্যুৎ এর খুঁটি।
তুই এতো সার্থপর কেনো
নষ্ট করলি হাজারো হেক্টর
কষ্টে ফলানো চাষের ফসল
কি খেয়ে বাঁচবো আমরা
বল না তোরা?
তুই যদি বুঝতিস সবি
তবে ধ্বংস করতিস না।
উঠবো আমরা মাথা তুলে
করবো আমরা আবার জয়
ধংসের পরে নতুন সৃষ্টি
করবো আমরা দিনভর।
পেয়েছি আমরা বাঁচার মন্ত্র
এটাই আমাদের অঙ্গীকার।।
করলি ধ্বংসের খেলা
কি করে বাঁচবো আমরা
বলে দে তোরা?
চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ
হাঁটু সমান জল
ভেসে গেল কত বাড়ি
কত বা আপন জন।
তুই এতো নিষ্ঠুর কেনো
ভাঙলি হাজারো গাছ
কোথাও বা গুঁড়ো করলি
হাজারো বিদ্যুৎ এর খুঁটি।
তুই এতো সার্থপর কেনো
নষ্ট করলি হাজারো হেক্টর
কষ্টে ফলানো চাষের ফসল
কি খেয়ে বাঁচবো আমরা
বল না তোরা?
তুই যদি বুঝতিস সবি
তবে ধ্বংস করতিস না।
উঠবো আমরা মাথা তুলে
করবো আমরা আবার জয়
ধংসের পরে নতুন সৃষ্টি
করবো আমরা দিনভর।
পেয়েছি আমরা বাঁচার মন্ত্র
এটাই আমাদের অঙ্গীকার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/১১/২০২১দারুণ!
-
জামাল উদ্দিন জীবন ০৭/১১/২০২১বেশ লাগলো
-
ফয়জুল মহী ০৬/১১/২০২১খুব সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০২১ভাল।