ভোরের পাখি
ডাক দিয়েছে ভোরের পাখি
ঘুম থেকে উঠে দেখি
সূর্য মামা দিচ্ছে কিরণ
সবুজ ঘাসে শিশির কণা
বলছে ডেকে সকাল বেলা।
ভোরের পাখির সুরে সুরে
ভরে যায় বনে বনে,
শাল থেকে সেগুন বনে
কাঠ কাটতে যায় কাঠুরিয়া তে।
ভোরের ঐ পাখির গানে
ভুল যায় হাজার কাজ;
নদীর ধারে পাখির বাসা
দেখতে যায় সকাল বেলা,
কাকের বাসায় কোকিল
ডিম পাড়ে চুপি সাথে।
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
ভরে যায় গাছে গাছে
কোকিলের গানের সুরে
জানিয়ে দেয় বসন্ত এসেছে
নতুন রঙে মনের ঘরে।।
১০/০৫/২০২০
ঘুম থেকে উঠে দেখি
সূর্য মামা দিচ্ছে কিরণ
সবুজ ঘাসে শিশির কণা
বলছে ডেকে সকাল বেলা।
ভোরের পাখির সুরে সুরে
ভরে যায় বনে বনে,
শাল থেকে সেগুন বনে
কাঠ কাটতে যায় কাঠুরিয়া তে।
ভোরের ঐ পাখির গানে
ভুল যায় হাজার কাজ;
নদীর ধারে পাখির বাসা
দেখতে যায় সকাল বেলা,
কাকের বাসায় কোকিল
ডিম পাড়ে চুপি সাথে।
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
ভরে যায় গাছে গাছে
কোকিলের গানের সুরে
জানিয়ে দেয় বসন্ত এসেছে
নতুন রঙে মনের ঘরে।।
১০/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০২/১১/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ০১/১১/২০২১ভালো লাগলো