পলাশের বনে
পলাশের বনের ধারে
ফুল ফুটে আছে রঙিন হয়ে
মেঠো পথের রাস্তা ধরে
এগিয়ে যায় বনের ধারে।
বনের টিয়া ডাকছে গাছে
বন ময়ূরীর পেখম তুলে
দিনের বেলা উষ্ণ হয়ে
এসেছে সে রাতের শেষে।
পলাশের বনে বনে
ডাকছে কেউ আপন হয়ে
খুঁজে খুঁজে ফুলের গন্ধে
আসছে কেউ মনের ঘরে।
পলাশের বনের ধার থেকে
নীল খামের চিঠি লয়ে
এসেছে কাকাতুয়া নেমে
দিয়েছে চিঠি আমার হাতে।
পড়ছি আমি পলাশের নীচে
মনের ঘরে প্রবেশ করে
নীল সমুদ্রের ঢেউ এসে
ভেসে যাচ্ছি নৌকা চরে।
নামবো যখন নৌকা থেকে
নেই কেউ কোনো খানে
যাবো আমি মেঘের কাছে
বলবে ঠিকানা আমার কাছে।।
০৭/০৫/২০২০
ফুল ফুটে আছে রঙিন হয়ে
মেঠো পথের রাস্তা ধরে
এগিয়ে যায় বনের ধারে।
বনের টিয়া ডাকছে গাছে
বন ময়ূরীর পেখম তুলে
দিনের বেলা উষ্ণ হয়ে
এসেছে সে রাতের শেষে।
পলাশের বনে বনে
ডাকছে কেউ আপন হয়ে
খুঁজে খুঁজে ফুলের গন্ধে
আসছে কেউ মনের ঘরে।
পলাশের বনের ধার থেকে
নীল খামের চিঠি লয়ে
এসেছে কাকাতুয়া নেমে
দিয়েছে চিঠি আমার হাতে।
পড়ছি আমি পলাশের নীচে
মনের ঘরে প্রবেশ করে
নীল সমুদ্রের ঢেউ এসে
ভেসে যাচ্ছি নৌকা চরে।
নামবো যখন নৌকা থেকে
নেই কেউ কোনো খানে
যাবো আমি মেঘের কাছে
বলবে ঠিকানা আমার কাছে।।
০৭/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১০/২০২১অসাধারণ
-
জামাল উদ্দিন জীবন ৩১/১০/২০২১মনের ঘরে আসুক প্রিয়জন এই প্রত্যাশা করি।
-
মাহতাব বাঙ্গালী ৩১/১০/২০২১প্রকৃতির উদার জমিনেই ঠিকানা আর প্রকৃতিতেই সমস্ত আলাপন ও জীবন
-
আলমগীর সরকার লিটন ৩১/১০/২০২১বেশ অনুভূতি
-
ফয়জুল মহী ৩০/১০/২০২১অসাধারণ লেখা
মুগ্ধতা ও শুভেচ্ছা -
সানাউল্লাহ ৩০/১০/২০২১দারুন।