প্রদীপের শিখা
প্রদীপের শিখা হয়ে
এলাম আমি তোমার ঘরে
দিলাম আলো প্রতিরাতে
ছিলে যখন অন্ধকারে।
দিন দুপুরে মনের ঘরে
বাঁধলে বাসা নতুন করে
স্বপ্নগুলো রঙিন হলো
দিলে আশা প্রতিক্ষণে।।
বারান্দার খোলা বাতাসে
ভরলো ভুবন ধীরে ধীরে
প্রদীপের শিখা হয়ে
দিলাম আলো মিটমিটিয়ে।
গভীর রাতে বনের পথে
নিলে আমার সঙ্গে করে
দিলাম আলো সঙ্গী হয়ে
বালির নীচে মুক্তার খোঁজে।।
০৫/০৫/২০২০
এলাম আমি তোমার ঘরে
দিলাম আলো প্রতিরাতে
ছিলে যখন অন্ধকারে।
দিন দুপুরে মনের ঘরে
বাঁধলে বাসা নতুন করে
স্বপ্নগুলো রঙিন হলো
দিলে আশা প্রতিক্ষণে।।
বারান্দার খোলা বাতাসে
ভরলো ভুবন ধীরে ধীরে
প্রদীপের শিখা হয়ে
দিলাম আলো মিটমিটিয়ে।
গভীর রাতে বনের পথে
নিলে আমার সঙ্গে করে
দিলাম আলো সঙ্গী হয়ে
বালির নীচে মুক্তার খোঁজে।।
০৫/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ৩০/১০/২০২১অসাধারণ প্রেমের কবিতা।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৯/১০/২০২১ভালো লাগলো
-
ফয়জুল মহী ২৮/১০/২০২১খুব ভালো লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০২১ভাল।