বকুল তলা
১
ভাবছি আমি দুপুর বেলা
বসে আছি বকুল তলা
নীল প্রজাপতি ডানা মেলে
বসলো আমার হাতের পরে
দেখেছি আমি নিজের চোখে
কেন এলি আমার হাতের পরে?
বললো আমায় চুপটি সারে
কেউ আসছে আমার মনের ঘরে।
চেয়ে আছি দেখবো বলে
বকুল ফুলের মালা নিয়ে
পড়াবো তার গলার পরে
বকুল গাছকে সাক্ষী রেখে
এতো আমার স্বপ্ন ছিল
দুপুরবেলা ঘুরের ঘোরে।।
২
ভাবছি আমি বিকাল বেলা
বসে আছি বকুল তলা
যাবো যখন পুকুর পাড়ে
আবার এলি তুই হাতের পরে,
প্রজাপতির ডানা দেখে
অশ্রু আমার চোখের কোনে,
অজানা এক ঝড় এসে
ব্যথা হানলো মনের ঘরে।
হঠাৎ কদিন পরে
চলে গেলি তুই আমার ছেড়ে
তবে কিছু ভুল ছিল
কেনো এটা সত্যি ছিল
ভেবে পায়না কোনোখানে
থাকিস তুই বকুল ফুলে।।
০২/০৫/২০২০
ভাবছি আমি দুপুর বেলা
বসে আছি বকুল তলা
নীল প্রজাপতি ডানা মেলে
বসলো আমার হাতের পরে
দেখেছি আমি নিজের চোখে
কেন এলি আমার হাতের পরে?
বললো আমায় চুপটি সারে
কেউ আসছে আমার মনের ঘরে।
চেয়ে আছি দেখবো বলে
বকুল ফুলের মালা নিয়ে
পড়াবো তার গলার পরে
বকুল গাছকে সাক্ষী রেখে
এতো আমার স্বপ্ন ছিল
দুপুরবেলা ঘুরের ঘোরে।।
২
ভাবছি আমি বিকাল বেলা
বসে আছি বকুল তলা
যাবো যখন পুকুর পাড়ে
আবার এলি তুই হাতের পরে,
প্রজাপতির ডানা দেখে
অশ্রু আমার চোখের কোনে,
অজানা এক ঝড় এসে
ব্যথা হানলো মনের ঘরে।
হঠাৎ কদিন পরে
চলে গেলি তুই আমার ছেড়ে
তবে কিছু ভুল ছিল
কেনো এটা সত্যি ছিল
ভেবে পায়না কোনোখানে
থাকিস তুই বকুল ফুলে।।
০২/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১সুন্দর, সাবলীল ভাবের তান । বেশ উপভোগ্য । ভালো লিখেছেন ।
-
ফয়জুল মহী ২৬/১০/২০২১সাবলীল উপস্থাপন।
বেশ ভালো লাগলো I -
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০২১ভাল।