বেলা অবেলা
সকালে উঠে দেখিলাম
চারিদিকে সুনসান
কোথাও কিছু নাই
ভাবিলাম আর বুঝি
বেঁচে থাকা দায়।
পৃথিবীর আয়ু বুঝি
শেষ হয়ে গেছে..!!
নীল আকাশের দিকে
হঠাৎ করে চেয়ে আছি
পৃথিবীর বিদায় ঘন্টাটা
এমনি করে বাজতে লাগলো
তবে এটাই কি পৃথিবীর শেষ।
না! আবার নতুন করে
জন্ম নেবে বিশ্বব্রহ্মান্ড ।
আমি তোমার কাছে চেয়ে আছি
যদি এই মুহূর্তে প্রলয় ঘনিয়ে আসে
চুরমার করে দেবে পৃথিবীকে,
জীবনের চাকাটাকে থামিয়ে দেবে
তবে দিক না থামিয়ে।
প্রলয়শিখার দ্বিপটি যদি
এভাবেই নিভে যায়
তবে যাক না,যদি ধ্বংসের
খেলা খেলতে চাই তবে খেলুক
না।উথাল পাথাল করে দিক না
তবু আমি তোমার কাছে
এভাবেই চেয়ে থাকবো।
চারিদিকে সুনসান
কোথাও কিছু নাই
ভাবিলাম আর বুঝি
বেঁচে থাকা দায়।
পৃথিবীর আয়ু বুঝি
শেষ হয়ে গেছে..!!
নীল আকাশের দিকে
হঠাৎ করে চেয়ে আছি
পৃথিবীর বিদায় ঘন্টাটা
এমনি করে বাজতে লাগলো
তবে এটাই কি পৃথিবীর শেষ।
না! আবার নতুন করে
জন্ম নেবে বিশ্বব্রহ্মান্ড ।
আমি তোমার কাছে চেয়ে আছি
যদি এই মুহূর্তে প্রলয় ঘনিয়ে আসে
চুরমার করে দেবে পৃথিবীকে,
জীবনের চাকাটাকে থামিয়ে দেবে
তবে দিক না থামিয়ে।
প্রলয়শিখার দ্বিপটি যদি
এভাবেই নিভে যায়
তবে যাক না,যদি ধ্বংসের
খেলা খেলতে চাই তবে খেলুক
না।উথাল পাথাল করে দিক না
তবু আমি তোমার কাছে
এভাবেই চেয়ে থাকবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ২৩/১০/২০২১প্রলয়ের মাঝেও প্রত্যাশা!
-
ফয়জুল মহী ২৩/১০/২০২১সুচারু বুনন,
-
শ.ম. শহীদ ২৩/১০/২০২১বেশ লাগলো।
কবির জন্য শুভকামনা রইলো। -
সফিউল্লাহ আনসারী ২৩/১০/২০২১Wandarful