www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীলান্তর

মোনালিসা, দূরে যেয়োনাকো তুমি,
এই সমাজের মানুষ তো ভালো নাকো;
চারিদিকে হিংসা,দ্বন্দ্ব, হত্যা চলছে
তুমি ফিরে এসো মোনালিসা:
ফিরে এসো নক্ষত্রের দুনিয়াই।


তুমি যেয়োনাকো ভুলে আমার
ফিরে এসো আমার হৃদয়ে;
নীল থেকে নীলান্তরে
মন থেকে মনের গভীরে এসো।


সোনালি চাঁদ শিশিরের জল
আজ সবি তোমারি দিতে চাই
তুমি ফিরে এসো একবার
চলে যেয়োনাকো দূর থেকে বহুদূরে।


মোনালিসা, তুমি তো নক্ষত্রের দ্বীপ
আলো দাও জোনাকির বুক চিরে;
সৃষ্টি করো কল্পনার জগৎ
আর সৃষ্টি করো মানুষের অন্তর।


চলে যেয়োনাকো প্রান্তরের ঘাস ছেড়ে
চোখের বিছানায় ছায়াঘেরা রাত
ফিরে এসো আমার বুকে
ফিরে চাও আমার দিকে।।

১৫/১০/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ১৬/১০/২০২১
    Valo
  • বিধান চন্দ্র ধর ১৬/১০/২০২১
    ভালো । তবে......
    এটা চমৎকার

    সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
    বোলো নাকো কথা এই যুবকের সাথে কথ
    ফিরে এসো সুরঞ্জনা
    নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
    ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
    ফিরে এসো হৃদয়ে আমার;
    দূর থেকে দূরে – আরো দূরে
    যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর ।
    কী কথা তাহার সাথে ? তার সাথে ।
    আকাশের আড়ালে আকাশে
    মৃত্তিকার মতো তুমি আজ :
    তার প্রেম ঘাস হয়ে আসে ।
    সুরঞ্জনা,
    তোমার হৃদয়ে আজ ঘাস :
    বাতাসের ওপারে বাতাস
    আকাশের ওপারে আকাশ ।
    "আকাশলীনা"
    ---জীবনানন্দ দাশ।
  • বেশ ভালো লেগেছে আন্তরিক আকুতি।
  • তালাল উদ্দিন ১৫/১০/২০২১
    প্রকাশ ভঙ্গি চমৎকার।। সত্যি বলতে অন্য কবির স্টাইল ফলো না করে নিজের একটা স্টাইল আবিষ্কার করুন বা নিজের মতো করে লিখুন কাউকে ফলো করে নয়। এতে সময় লাগলে ও আপনার যথেষ্ট উন্নতি হবে।
  • ফয়জুল মহী ১৫/১০/২০২১
    অনুপম প্রকাশ,
    মোহিত হলো মন।শুভ কামনা রইলো ।
 
Quantcast