সেদিন থেকে
সেদিন থেকে তুমি আমার প্রেমিকা
যেদিন দেখেছিলাম তোমাকে প্রথম।
তুমি আমার অচেনা পৃথিবী, অজানা পথ
প্রান্তরের বুক চিরে এখানে।
তুমি আমার গোলাপ বৃক্ষ
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
শত শতাব্দীর চেনা তারা
সেদিন রাতে খুব চেনা
কল্পনার দুনিয়া দিয়ে
তোমার হাতটি ধরে
পৃথিবীর পথ চেনা।
অত্যন্ত প্রিয় রাতের শেষে
তুমি আমার প্রিয়তমা অদ্ভুত প্রিয়তমা
ছায়াঘেরা ঘন রাতে আসবো ফিরে দুজনে
নীল বাংলার হলুদ হেমন্তের ঘাসে।
তারপর সমস্ত রাত কথা হবে
তোমার বুকে মাথা রেখে।
তুমি বলবে আমাকে মিষ্টি হেসে
আকাশের অর্ধচন্দ্র উঠেছে
বকুলের ফুল খোঁপা করে,
ঠিক যেন সুন্দরী নগরীর রাতের নীরবতা
আমাদের সীমানায় দাঁড়িয়ে আছে।
যেদিন দেখেছিলাম তোমাকে প্রথম।
তুমি আমার অচেনা পৃথিবী, অজানা পথ
প্রান্তরের বুক চিরে এখানে।
তুমি আমার গোলাপ বৃক্ষ
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
শত শতাব্দীর চেনা তারা
সেদিন রাতে খুব চেনা
কল্পনার দুনিয়া দিয়ে
তোমার হাতটি ধরে
পৃথিবীর পথ চেনা।
অত্যন্ত প্রিয় রাতের শেষে
তুমি আমার প্রিয়তমা অদ্ভুত প্রিয়তমা
ছায়াঘেরা ঘন রাতে আসবো ফিরে দুজনে
নীল বাংলার হলুদ হেমন্তের ঘাসে।
তারপর সমস্ত রাত কথা হবে
তোমার বুকে মাথা রেখে।
তুমি বলবে আমাকে মিষ্টি হেসে
আকাশের অর্ধচন্দ্র উঠেছে
বকুলের ফুল খোঁপা করে,
ঠিক যেন সুন্দরী নগরীর রাতের নীরবতা
আমাদের সীমানায় দাঁড়িয়ে আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৫/১০/২০২১Bess
-
সুব্রত ভৌমিক ১০/১০/২০২১ভালো ভালোবাসার কবিতা।
শুভেচ্ছা রইল। -
ফয়জুল মহী ০৯/১০/২০২১অসাধারণ। খুব ভালো লাগলো।