প্রেমের শহর
তোমার প্রেমের শহরে
আমার ভালোবাসার লাল গোলাপ
দিবারাত্রে প্রহর গোনে
তোমার অপেক্ষায়।
একদিন বৃষ্টি এসে শহরের পথে
ভেজা ভেজা বাড়িঘর গাছপালা
চোখের পাতা হতে যেন মনে হয়
কালো পাহাড়ের কাজল ঝরছে
তোমার দুটি চোখ দিয়ে।
সহসা আমি চেতনায় আপ্লুত
মেঘ-মদিনার যুগনে তোমারি হৃদয়ে
হয়েছি দিশেহারা আমি
নব প্রেমে নব দিগন্তে।
যুগ হতে যুগ বেড়ে উঠে
দেখেছি শুধু ঢের আলো
তোমারি প্রেমের বাতিঘরে।
তোমারি প্রেমের শহরে
হারিয়েছি আমি বারে বারে-
ঠিক তারপর যেনো তুমি এলে
একদিন দিয়েছিলে একপলক দেখা
তবুও আমার হৃদয় হতে তোমার হৃদয়ে
প্রেম জমে ভালোবাসার কাজল হয়ে।।
০৪/১০/২০২১
আমার ভালোবাসার লাল গোলাপ
দিবারাত্রে প্রহর গোনে
তোমার অপেক্ষায়।
একদিন বৃষ্টি এসে শহরের পথে
ভেজা ভেজা বাড়িঘর গাছপালা
চোখের পাতা হতে যেন মনে হয়
কালো পাহাড়ের কাজল ঝরছে
তোমার দুটি চোখ দিয়ে।
সহসা আমি চেতনায় আপ্লুত
মেঘ-মদিনার যুগনে তোমারি হৃদয়ে
হয়েছি দিশেহারা আমি
নব প্রেমে নব দিগন্তে।
যুগ হতে যুগ বেড়ে উঠে
দেখেছি শুধু ঢের আলো
তোমারি প্রেমের বাতিঘরে।
তোমারি প্রেমের শহরে
হারিয়েছি আমি বারে বারে-
ঠিক তারপর যেনো তুমি এলে
একদিন দিয়েছিলে একপলক দেখা
তবুও আমার হৃদয় হতে তোমার হৃদয়ে
প্রেম জমে ভালোবাসার কাজল হয়ে।।
০৪/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ০২/১১/২০২১প্রেমের শহরে প্রেমিকের আনাগোনার কবিতা-- ভালোই হয়েছে।
-
স্বপন গায়েন ১৯/১০/২০২১সু ন্দ র
-
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২১বেশ অনুভূতির ছোঁয়া
-
ফয়জুল মহী ০৫/১০/২০২১অনবদ্য শৈল্পিক উপস্হাপন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/১০/২০২১দারুণ!