www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছা

আমি রোজ সকালে দেখি
মানুষের হেঁটে যাওয়া
আলো-অন্ধকার যাই থাকুক না কেন
মনের ভিতরে, তবুও ইচ্ছা নিয়ে বেঁচে থাকা।

স্বপ্ন শান্ত 'শূন্য' নীরবতা
তবুও পূর্ণ করতে স্বাদ জাগে-
প্রাণের বীজ বুনে
ইচ্ছাকে সহজরূপে জাগ্রত করা।

আমি দেখি কত মানুষ
নিজের দোষে হয়ে যায় আলাদা!
তাদের হৃদয়ে আমার ও হৃদয়ে
জন্ম নেবে কল্পনার জগত।

তবু কেন আমরা এত অভিমানী
তবুও আমি নিজের মনের একাকী।
ইচ্ছাকে দিয়েছি জোনাকির নীল আলো
সবুজ ঘাসের শিশিরের জল।

এতো শুধু ইচ্ছা - আনন্দ
প্রাণের কাছে বিরহের প্রহর
ডুবে গেছে গভীর পানিতে
আশা নয়-প্রেম -এতো ইচ্ছা
দেহ থেকে দেহের ভিতরে
আমি ইচ্ছাকে রেখেছি প্রেমের গভীরে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লিখেছেন প্রিয়।
  • বেশ অনুভূতি ছোঁয়া
  • ন্যান্সি দেওয়ান ০৫/১০/২০২১
    ভালো
  • ফয়জুল মহী ০৪/১০/২০২১
    যাদুকরী লেখা মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম।
  • ভাল।
 
Quantcast