সেই রাত্রি
আমি এক রাত্রি চেয়েছিলাম
এক রাত্রির কাছে-
সেই রাত্রি যে রাত্রে
পাখিরা বাঁসায় ফেড়ে না
মানুষেরা ঘুমায় না যে রাত্রে;-
হ্যাঁ আমি সেই রাত্রি চেয়েছিলাম
আজকের রাত্রির কাছে
নিভে গেলে বাতি চেতনায় ডুবে।
সেই রাত্রি এক রাত্রি
যে রাত্রি আমি চেয়েছিলাম
মুছে যেতে আজকের মানুষের কাছ থেকে।
আমি এক রাত্রি চেয়েছিলাম
যে রাত্রে মুছে গিয়েছিল
শত শত অদ্ভুত স্বপ্ন,
শুধুমাত্র আমার দুর্বলতার জন্য।
এক রাত্রি এসেছিল জীবনে
যে রাত্রে হারিয়েছিলাম
শত শতাব্দীর চেনা অতীত'গুলো;
সেই রাত্রি একবার চেয়েছিলাম
হলুদ হেমন্তের নীল প্রহরে।
তারপর যুগ পেরিয়ে যুগ
নীরবে ভাসমান আজকের রাত্রে।।
এক রাত্রির কাছে-
সেই রাত্রি যে রাত্রে
পাখিরা বাঁসায় ফেড়ে না
মানুষেরা ঘুমায় না যে রাত্রে;-
হ্যাঁ আমি সেই রাত্রি চেয়েছিলাম
আজকের রাত্রির কাছে
নিভে গেলে বাতি চেতনায় ডুবে।
সেই রাত্রি এক রাত্রি
যে রাত্রি আমি চেয়েছিলাম
মুছে যেতে আজকের মানুষের কাছ থেকে।
আমি এক রাত্রি চেয়েছিলাম
যে রাত্রে মুছে গিয়েছিল
শত শত অদ্ভুত স্বপ্ন,
শুধুমাত্র আমার দুর্বলতার জন্য।
এক রাত্রি এসেছিল জীবনে
যে রাত্রে হারিয়েছিলাম
শত শতাব্দীর চেনা অতীত'গুলো;
সেই রাত্রি একবার চেয়েছিলাম
হলুদ হেমন্তের নীল প্রহরে।
তারপর যুগ পেরিয়ে যুগ
নীরবে ভাসমান আজকের রাত্রে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৪/১০/২০২১ভাল
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২১সুন্দর কাব্যিক নিবেদন।
-
ফয়জুল মহী ০৩/১০/২০২১ভালো লেগেছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০২১ভাল।
-
সুব্রত ভৌমিক ০৩/১০/২০২১ভালো লিখেছেন কবি বিরহের কবিতা।
শুভেচ্ছা রইলো।
***************
হারিয়ে যাবেন না।
এবার 'দিন' চেয়ে নিন।