www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাকচিঠি-১০

অংশ-১০


দূর হতে দূরে পেঁচা পাখি ডাকে
এই পেঁচা পাখি অতীতের মৃত প্রেমিক-
কত প্রেমিকের আত্মার মুক্তি না পেয়ে
পেঁচা পাখি হয়ে গেছে,
ঠিক তারপর অতীতের সমস্ত প্রেমিকারা
আজকের নতুন সভ্যতার কাছে
নক্ষত্রের আলো হয়ে জ্বলে।


একদিন সমস্ত প্রেমিকারা
কালী পূজার উপবাস করে-
অমাবস্যার নিশিরাএ চারিদিকে অন্ধকার জমে;
সমস্ত প্রেমিকেরা তখন অঞ্জলীর মন্ত্রে
প্রাক্তন প্রেমিকদের খোঁজে-
এদিকে সমস্ত পেঁচা পাখি ওত পাতিয়া থাকে
অশ্বন্থের ডালে ডালে, তাঁদের প্রেমিকাদের খোঁজে।


তারপর অশ্বন্থের ডাল হতে
সমস্ত পেঁচা পাখি ডাকে
তখন সমস্ত প্রেমিকারা অঞ্জলী সেরে
বাড়ির দিকে আসে-
ঠিক তখনই প্রেমিকারা ভয়ে মরে:
পেঁচা পাখি তখন তাঁদের প্রেমিকাদের
নাম ধরে ডাকে;
প্রেমিকারা বুঝতে পারে
ঠিক তখনই সমস্ত পেঁচা পাখির মুক্তি ঘটে:-
অতীতের সমস্ত প্রেমিকের।

১১/০৯/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ১৯/১০/২০২১
    সুন্দর
  • মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১
    পাঠে ভালো লেগেছে
  • অনেক শুভেচ্ছা রইল
  • আনাস খান ২১/০৯/২০২১
    অসাধারণ
  • সুন্দর কাব্যিক নিবেদন।
  • ফয়জুল মহী ২০/০৯/২০২১
    দারুণ প্রকাশ
 
Quantcast