ডাকচিঠি-৫
অংশ-৫
দিন- রাত্রি একাকার
আমার ঘুমহীন চোখে
নক্ষত্রের শরীর , মৃতের তালিকা
নির্দয় হয়ে বিরোধীরা।
আমাদের পাল্টা আক্রমণে
একে একে বিরোধীরা নিহত হচ্ছে
যুদ্ধ জয়ের ইচ্ছা
মনেতে প্রকট হচ্ছে।
তারপর এভাবেই যুদ্ধে জয়ী আমরা
হাতে আমার প্রিয়তমাকে চিঠি,
চিঠির নীচে রক্তে লেখা যুদ্ধের কাহিনী
উড়িয়ে দিলাম ঝড়ো হাওয়াতে।
ঠিক এতদিনে আমার প্রিয়তমার
বিয়ে হয়ে গেছে, আমার অজান্তে;
সেই পুরানো ডাকবাক্স - অতীত চিঠি
জমে না তো আমার নামে।
এদিকে গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হয়েছে
একদিন আমার প্রাক্তন প্রেমিকা---
নতুন শহরের রাজপথে
আমার অপেক্ষাতে!
তারপর কেটে গেলো বহু বছর
আমার কাহিনী শেষ পাতায় সমাপ্ত।
০৮/০৯/২০২১
দিন- রাত্রি একাকার
আমার ঘুমহীন চোখে
নক্ষত্রের শরীর , মৃতের তালিকা
নির্দয় হয়ে বিরোধীরা।
আমাদের পাল্টা আক্রমণে
একে একে বিরোধীরা নিহত হচ্ছে
যুদ্ধ জয়ের ইচ্ছা
মনেতে প্রকট হচ্ছে।
তারপর এভাবেই যুদ্ধে জয়ী আমরা
হাতে আমার প্রিয়তমাকে চিঠি,
চিঠির নীচে রক্তে লেখা যুদ্ধের কাহিনী
উড়িয়ে দিলাম ঝড়ো হাওয়াতে।
ঠিক এতদিনে আমার প্রিয়তমার
বিয়ে হয়ে গেছে, আমার অজান্তে;
সেই পুরানো ডাকবাক্স - অতীত চিঠি
জমে না তো আমার নামে।
এদিকে গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হয়েছে
একদিন আমার প্রাক্তন প্রেমিকা---
নতুন শহরের রাজপথে
আমার অপেক্ষাতে!
তারপর কেটে গেলো বহু বছর
আমার কাহিনী শেষ পাতায় সমাপ্ত।
০৮/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২০/০৯/২০২১সুন্দর লিখেছেন কবি।
-
Rashbehari Ghosh ১৮/০৯/২০২১অপূর্ব
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৯/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২১Excellent