বন্ধুত্বের ভালোবাসা
মাএ কয়েকদিন বেঁচে থেকে
দেখেছি বন্ধুত্বের ভালোবাসা;
পৃথিবীর যে অবিনশ্বর আলো
আড়োলন জাগাতে পারে বন্ধুত্বের ভালোবাসাতে।
আমাদের পৃথিবী একদিন জেগে
বহুদূরের রাত জাগা সীমানায়
আজ তবু মানুষের হৃদয় মরে গেলে
বন্ধুত্বের ভালোবাসা জেগে ওঠে।
বন্ধুত্বের দাবি নিয়ে মানুষের কাছে
সমস্ত দিন ফুরিয়েছে বন্ধুত্বের ভালোবাসাতে
তারপর একদিন এই পৃথিবীর বুকে
নীলডানা স্বপ্নলোক আঁকা।
আমাদের মাতৃভূমি এই বাংলা
কখনো দুঃখ বেদনাতে ভরা
তবুও বন্ধুত্বের ভালোবাসা সত্য
মহাযুগের মহড়া দেওয়া।
আমরা যা পেয়েছি
তাহা একদিন পৃথিবীর করুন আদিকাল
সেই মহাযুগ থেকে ঢের বেশি প্রিয়
আজ বন্ধুত্বের ভালোবাসায়।
রাত্রির কাছে নক্ষত্র হয়ে
মুখোমুখি সমস্ত দিন এখানে
বৃষ্টির গভীর ধারার মতো করে
বন্ধুত্বের ভালোবাসা বেঁচে থাকে অন্তরে।।
১৩/০৭/২০২১
দেখেছি বন্ধুত্বের ভালোবাসা;
পৃথিবীর যে অবিনশ্বর আলো
আড়োলন জাগাতে পারে বন্ধুত্বের ভালোবাসাতে।
আমাদের পৃথিবী একদিন জেগে
বহুদূরের রাত জাগা সীমানায়
আজ তবু মানুষের হৃদয় মরে গেলে
বন্ধুত্বের ভালোবাসা জেগে ওঠে।
বন্ধুত্বের দাবি নিয়ে মানুষের কাছে
সমস্ত দিন ফুরিয়েছে বন্ধুত্বের ভালোবাসাতে
তারপর একদিন এই পৃথিবীর বুকে
নীলডানা স্বপ্নলোক আঁকা।
আমাদের মাতৃভূমি এই বাংলা
কখনো দুঃখ বেদনাতে ভরা
তবুও বন্ধুত্বের ভালোবাসা সত্য
মহাযুগের মহড়া দেওয়া।
আমরা যা পেয়েছি
তাহা একদিন পৃথিবীর করুন আদিকাল
সেই মহাযুগ থেকে ঢের বেশি প্রিয়
আজ বন্ধুত্বের ভালোবাসায়।
রাত্রির কাছে নক্ষত্র হয়ে
মুখোমুখি সমস্ত দিন এখানে
বৃষ্টির গভীর ধারার মতো করে
বন্ধুত্বের ভালোবাসা বেঁচে থাকে অন্তরে।।
১৩/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৮/০৯/২০২১
-
জামাল উদ্দিন জীবন ১৬/০৯/২০২১বেশ।
-
আলমগীর সরকার লিটন ১৬/০৯/২০২১খুব সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২১Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৯/২০২১বন্ধুত্বের ভালোবাসা
টিকে থাক, এই আশা। -
সাইয়িদ রফিকুল হক ১৫/০৯/২০২১ভাল।
বাঁচে সবাই পৃথিবীতে,
কবিতা সুন্দর এই আলোতে।