ডাকচিঠি-৩
অংশ-৩
নক্ষত্র রাত্রি বিচ্ছেদ দুনিয়া
সময়ের হাতে বেড়ে উঠে
নিরবিচ্ছিন্ন আলোর নির্বাপণ।
আজ থেকে বহু বছর আগে
যে যে শহর গড়ে উঠে ছিল
ঠিক শতযুগ পর সেই সেই শহর
নির্ভয়ে মাটিতে লুটিয়া যাবে
সৈন্য দলের অভাবে।
"কারণ"
প্রকৃতি মানুষকে ভালোবেসে ছিল
কিন্তু সব মানুষ ভালোবাসতে পারেনি তো
আরোগ্য দেওয়া প্রকৃতির হৃদয়কে!
এভাবে শহরে মানুষ রোগাক্রান্ত
শত চেষ্টাতেও মানুষ সব মৃত হবে-
এভাবে একদিন যুদ্ধ ঘোষিত দিন আসিবে
শহরের মানুষ 'শূন্য' - আমার রিক্ত হস্ত
নীল ডায়েরিতে লাল অক্ষরে জীবন চলিত।
নক্ষত্র রাত্রি বিচ্ছেদ দুনিয়া
সময়ের হাতে বেড়ে উঠে
নিরবিচ্ছিন্ন আলোর নির্বাপণ।
আজ থেকে বহু বছর আগে
যে যে শহর গড়ে উঠে ছিল
ঠিক শতযুগ পর সেই সেই শহর
নির্ভয়ে মাটিতে লুটিয়া যাবে
সৈন্য দলের অভাবে।
"কারণ"
প্রকৃতি মানুষকে ভালোবেসে ছিল
কিন্তু সব মানুষ ভালোবাসতে পারেনি তো
আরোগ্য দেওয়া প্রকৃতির হৃদয়কে!
এভাবে শহরে মানুষ রোগাক্রান্ত
শত চেষ্টাতেও মানুষ সব মৃত হবে-
এভাবে একদিন যুদ্ধ ঘোষিত দিন আসিবে
শহরের মানুষ 'শূন্য' - আমার রিক্ত হস্ত
নীল ডায়েরিতে লাল অক্ষরে জীবন চলিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৯/২০২১
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৯/২০২১Awesome.
লিখেছেন ভীষণ ভালো লাগলো ।