ডাকচিঠি-২
অনেক রাত্রি নিশাচর হয়ে
নীহারিকা নুইয়া পড়ে
নীলিমা খাতার উপর।
নিসর্গ নিস্তেজ নীপে-
আমি নির্বোধ হয়ে
এঁকে যায় যুদ্ধের মানচিত্র।
জানি আমি একদিন যুদ্ধ হবে পৃথিবীতে
আজকে থেকে উঠে এসে ঠিক অন্য যুগে।
জন্ম-মৃত্যু যদি একই ঋতুতে হয়
তবে একটি মাত্র ঋতু চাহিবো আমি,
সেই ঋতুটিই হবে আমার জীবনের আড়ি:
যুদ্ধে জড়ানোর আগে
হাজার হাজার চিঠি লিখে রেখেছি আমি
পিয়নের অভাবে সেদিনও পৌঁছাবে না চিঠি!!
কিন্তু প্রকৃতি জানবে সেদিন চিঠির ভাষা;
আমি মা কালীর চরম উপাস্য
তাইতো আমি যুদ্ধে যাওয়ার জন্য
সৈনিকের কড়া পোশাক গায়ে জড়িয়ে নেবো।
হাজার হাজার ভাবনা নিরর্থক হয়
যখন নিরাপত্তা খুঁজতে চাই
আজকের মানুষের কাছে।
নীহারিকা নুইয়া পড়ে
নীলিমা খাতার উপর।
নিসর্গ নিস্তেজ নীপে-
আমি নির্বোধ হয়ে
এঁকে যায় যুদ্ধের মানচিত্র।
জানি আমি একদিন যুদ্ধ হবে পৃথিবীতে
আজকে থেকে উঠে এসে ঠিক অন্য যুগে।
জন্ম-মৃত্যু যদি একই ঋতুতে হয়
তবে একটি মাত্র ঋতু চাহিবো আমি,
সেই ঋতুটিই হবে আমার জীবনের আড়ি:
যুদ্ধে জড়ানোর আগে
হাজার হাজার চিঠি লিখে রেখেছি আমি
পিয়নের অভাবে সেদিনও পৌঁছাবে না চিঠি!!
কিন্তু প্রকৃতি জানবে সেদিন চিঠির ভাষা;
আমি মা কালীর চরম উপাস্য
তাইতো আমি যুদ্ধে যাওয়ার জন্য
সৈনিকের কড়া পোশাক গায়ে জড়িয়ে নেবো।
হাজার হাজার ভাবনা নিরর্থক হয়
যখন নিরাপত্তা খুঁজতে চাই
আজকের মানুষের কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১০/০৯/২০২১
-
ফয়জুল মহী ১০/০৯/২০২১অসাধারণ লেখা
ভীষণ ভালো লাগলো
ঝাঁপ দিন সন্মুখ সমরে,
রাখে হরি, মারে কে?
লেখা ভালো লেগেছে।