সবুজ দ্বীপ
ভোরের সকালে সবুজ দ্বীপে
সবুজ ঘাসে শিশিরের বিন্দুতে
সূর্য্যের আলো যেই পড়েছে
ঝমকদিচ্ছে রঙিন হয়ে।
সবুজ দ্বীপের পাশ দিয়ে
বয়ে চলেছে খরস্রোতা নদী
সেখানে ফুলের বাগানে
ফুল ফুটেছে আলো হয়ে।
সমুদ্রের নীল জলেতে
বেদনা ভরা জীবনগুলো
ভরিয়ে তুলছে মধু হেসে
মনভরা আবেগের বশে।
সবুজ দ্বীপের উপর আকাশেতে
পাখি উড়ছে মনের আনন্দে
মেঘেরা বলছে কথা
হেসে হেসে যাচ্ছে বেলা।।
০৫/০৫/২০২০
সবুজ ঘাসে শিশিরের বিন্দুতে
সূর্য্যের আলো যেই পড়েছে
ঝমকদিচ্ছে রঙিন হয়ে।
সবুজ দ্বীপের পাশ দিয়ে
বয়ে চলেছে খরস্রোতা নদী
সেখানে ফুলের বাগানে
ফুল ফুটেছে আলো হয়ে।
সমুদ্রের নীল জলেতে
বেদনা ভরা জীবনগুলো
ভরিয়ে তুলছে মধু হেসে
মনভরা আবেগের বশে।
সবুজ দ্বীপের উপর আকাশেতে
পাখি উড়ছে মনের আনন্দে
মেঘেরা বলছে কথা
হেসে হেসে যাচ্ছে বেলা।।
০৫/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৮/০৯/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৮/০৯/২০২১বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২১অপূর্ব লিখেছেন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৯/২০২১সেই রকম কবিতা।