পালক
পাখিদের একটি পালক দিয়ে
দোয়াতের কালি নিয়ে
অতীতে হারিয়ে যাওয়া।
হাজারো কবিতাগুলো
আজ যখন লিখছি বসে
আমার চোখের স্বপ্ন'গুলো
জাগিয়ে তুলছে কবিতার লাইনগুলো
চৈত্র মাসের দুপুর বেলা।
বাবুই পাখি বাসা বানায়
হাজার বেদনা সহ্য করে-
একফোঁটা জলের খোঁজে
চলে যায় দূর থেকে বহুদূরে।
হঠাৎ করে ঝড়ে
একটা পালক উড়ে এসে
আমার টেবিলের এককোণে রাখা
ডায়রির উপরে পড়েছে।
আমি ঘুম থেকে জেগে উঠে দেখি
একটি রঙিন পালক
আমার কবিতার অসম্পূর্ণ লাইনগুলো
পূরণ করে ফেলেছে।।
০৫/০৫/২০২০
দোয়াতের কালি নিয়ে
অতীতে হারিয়ে যাওয়া।
হাজারো কবিতাগুলো
আজ যখন লিখছি বসে
আমার চোখের স্বপ্ন'গুলো
জাগিয়ে তুলছে কবিতার লাইনগুলো
চৈত্র মাসের দুপুর বেলা।
বাবুই পাখি বাসা বানায়
হাজার বেদনা সহ্য করে-
একফোঁটা জলের খোঁজে
চলে যায় দূর থেকে বহুদূরে।
হঠাৎ করে ঝড়ে
একটা পালক উড়ে এসে
আমার টেবিলের এককোণে রাখা
ডায়রির উপরে পড়েছে।
আমি ঘুম থেকে জেগে উঠে দেখি
একটি রঙিন পালক
আমার কবিতার অসম্পূর্ণ লাইনগুলো
পূরণ করে ফেলেছে।।
০৫/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২১খুব ভালো লাগলো। ।